চীনে আটক থাকাকালীন পদত্যাগ করেছেন ইন্টারপোল প্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে আটক থাকাকালীন পদত্যাগ করেছেন ইন্টারপোল প্রধান
সোমবার, ৮ অক্টোবর ২০১৮



--- চীনে আটক থাকার পর পদত্যাগ করেছেন পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হোয়াংওয়েই। ফ্রান্স তার পদত্যাগপত্র পেয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল। এদিকে তাকে আটকের কথা স্বীকার করেছে চীন। দেশটি গতকাল রবিবার জানিয়েছে, দুর্নীতিবিরোধী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।

চীনের দুর্নীতি বিরোধী সংস্থা জানিয়েছে, জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মেং হোয়াংওয়েইকে আইন লংঘনের অভিযোগে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে ন্যাশনাল সুপারভাইজরি কমিশন। তবে চীনের এই স্বীকারোক্তির বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না বলে জানিয়েছে। উল্লেখ্য, জনসেবামূলক কাজে দুর্নীতির ঘটনাগুলো খতিয়ে দেখে চীনের ন্যাশনাল সুপারভাইজরি কমিশন।

এদিকে রবিবার দিনের শুরুর দিকে মেং হোয়াংওয়েইর স্ত্রী গ্রেস মেং জানিয়েছেন, তার স্বামী চীনে যাওয়ার আগে ২৫ সেপ্টেম্বর তাকে একটি ছুড়ির ছবি পাঠিয়েছিলেন।
হোয়াংওয়ের স্ত্রী জানান, চীনে যাওয়ার আগে তাকে একটি ছুড়ির ছবি পাঠিয়েছিলেন তার স্বামী (ছবি: এএফপি)
মেং ফরাসি সাংবাদিকদের জানান, তার মতে এই ছুড়ির ছবির মাধ্যমে তার স্বামী জানাতে চাইছেন যে তিনি বিপদের সম্মুখীন।

মেং আরো জানান, ওই ছবি পাঠানোর পর থেকে হোয়াংওয়েইর সঙ্গে আর কোন যোগাযোগ হয়নি তার। মেং জানান, ছবির সঙ্গে হোয়াংওয়েই লিখে পাঠিয়েছেন- আমার ফোনের অপেক্ষা কর।

তার স্বামীর সঙ্গে কী হতে পারে সে বিষয়ে কোন ধারণা দেননি মেং।

উল্লেখ্য, গত শুক্রবার ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৫ সেপ্টেম্বর ফ্রান্স থেকে নিজ দেশ চীনে যান মেং হোয়াংওয়েই। এরপর তার খোঁজ মেলেনি। তার স্ত্রী পুলিশকে এই তথ্য জানায়। - রয়টার্স ও আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫২   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ