আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। ভোরের আলো ফুটতেই ঘাটে ঘাটে শুরু হয়েছে তর্পণ৷
রেডিও থেকে ভেসে আসছে আশ্বিনের শারদ প্রাতে, বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত, জ্যোতির্ময়ী জগতমাতার আগমন বার্তা৷
মহালয়ার পূণ্য প্রভাতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী৷ টুইটে তিনি লিখেছেন, ‘আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত… মহালয়ার পুন্য লগ্নে সকলকে জানাই দেবীপক্ষের শুভেচ্ছা।
অপেক্ষা আর মাত্র দিন আষ্টেকের৷ তারপরই শুরু উৎসব৷ দুর্গা মায়ের আগমনে মেতে উঠবে বিশ্ব৷ মহালয়া সেই উৎসবেরই সূচনা৷
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৩৭ ২৩১ বার পঠিত