শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল
বুধবার, ১৭ অক্টোবর ২০১৮



---শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করেছে নেইমার-কুতিনহোরা। (৯০+৩) মিনিটে কর্নার কিকের সুযোগ কাজে লাগিয়ে গোল করে ব্রাজিল। কর্নার কিকটি নিয়েছিলেন নেইমার। আর নেইমারের ক্রস থেকে হেড করে সার্জিও রোমেরোকো বোকা বানান মিরান্ডা। এই গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ের পর মিরান্ডা বলেছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে গোল করাটা সবসময়ের জন্য আনন্দের। এটি একটি রোমাঞ্চকর ব্যাপার।’
এই ম্যাচে ব্রাজিল পূর্ণ শক্তির দল নিয়েই খেলেছে। ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার, কুতিনহো, জেসুস, ফিরমিনোরা সবাই খেলেছেন এই ম্যাচে। কিন্তু ম্যাচটিতে আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়ারা খেলেননি।
এদিন বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল ব্রাজিল। ৬৩ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। অন্যদিকে, ৩৭ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে আর্জেন্টিনা। ব্রাজিল টার্গেটে শট নেয় তিনটি। আর্জেন্টিনা টার্গেটে শট নেয় একটি। এই ম্যাচে মোট ফাউল হয় ৩৫টি।
সৌদি আরবে প্রচুর গরমের মধ্যে ম্যাচটি খেলেছে ব্রাজিল-আর্জেন্টিনা। তাই দুই দলের জন্যই কন্ডিশন খুব কঠিন ছিল। ম্যাচের ব্রাজিলের ডিফেন্ডার ফিলিপে লুইজ বলেছেন, ‘দলের খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমি মনে করি ম্যাচে আমরাই আধিপত্য বিস্তার করেছি। আমরা ভালো খেলেছি। শেষে আমরা গোল করতে পেরেছি। অবশ্যই তাদের চেয়ে আমাদের দল ভালো। আমরা অনেক দিন ধরে একই স্কোয়াড নিয়ে খেলে যাচ্ছি। কিন্তু তারা স্কোয়াড পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৪:০৬:৩৪   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ