প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সৌম্য

প্রথম পাতা » খেলাধুলা » প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সৌম্য
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮



--- জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছেন আগেই। জাতীয় লিগে খেলছিলেন। এর মধ্যেই তাকে ডেকে পাঠানো হলো জিম্বাবুয়ের বিপক্ষে অনুশীলন ম্যাচের জন্য। প্রস্তুতি ম্যাচে সৌম্যই নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের।

আগামীকাল শুক্রবার বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এই ম্যাচে সৌম্য ছাড়াও আছেন জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে থাকা ফজলে রাব্বি মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও আরিফুল হকরা আছেন। এছাড়া নাঈম হাসান, জাকির হোসেন, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসিন মিশু, মিজানুর রহমান, এবাদত হোসেন চৌধুরীদেরও পরখ করে নিচ্ছেন নির্বাচকরা।

আগামী রবিবার হবে প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, ম্যাচটি হবে দিবারাত্রির। পরের দুটি ওয়ানডে ২৪ আর ২৬ অক্টোবর।

সিরিজে তিনটি ওয়ানডে ছাড়াও দু’টি টেস্ট খেলবে দলটি। সিরিজের প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু ৩ নভেম্বর। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে যোগ হবে বাংলাদেশের আরেকটি ভেন্যু। দ্বিতীয় টেস্ট ১১ নভেম্বর থেকে শুরু হবে মিরপুরে।

সর্বশেষ জিম্বাবুয়ে দল দক্ষিণ আফ্রিকা সফর করেছে। সেখান থেকেই সরাসরি এসেছে বাংলাদেশে। ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।

২০১৪ সালে সর্বশেষ বাংলাদেশে পূর্ণাঙ্গ সফর করেছিল জিম্বাবুয়ে। ২০১৬ সালের শুরুতে অবশ্য শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছিল দলটি। আর চলতি বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল জিম্বাবুইয়ানরা।

প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ
সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে রাব্বি মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন চৌধুরী, মোরশেদুল আখতার, নাঈম হাসান।

বাংলাদেশ সময়: ১০:৫৩:১৬   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ