ফুলদানিতে রেখে ইয়াবা বিক্রি, দম্পতি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফুলদানিতে রেখে ইয়াবা বিক্রি, দম্পতি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮



---রাজশাহী নগরীর একটি ফ্ল্যাটে ফুলদানিতে রেখে ইয়াবা কারবারি করে আসছিলেন এক দম্পতি। এভাবে ট্রাকের হেলপার থেকে হয়েছেন কোটিপতি। চারটি ট্রাকও রয়েছে তাদের। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় ফ্ল্যাটের ফুলদানির ভেতরে রাখা ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার এ দম্পতি হলেন, রাসেল (৩৮) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৩০)।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। গ্রেপ্তার এ দম্পতি নগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৭৭ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক বিক্রি করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নগর ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবু আহমেদ আল মামুন জানান, রাসেলের গ্রামের বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার তালতলা গ্রামে। তার বাবার নাম লুৎফর রহমান। আর তার স্ত্রী মরিয়ম গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার এরফান আলীর মেয়ে।

মামুন জানান, রাসেল একজন কুখ্যাত মাদক কারবারি। ট্রাকের সামান্য হেলপার থেকে তিনি কোটিপতি হয়েছেন। এখন চারটি ট্রাকও আছে তার। এর আগে তিনি টাঙ্গাইলে ইয়াবাসহ ধরা পড়েছিলেন। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি উপশহরের বিলাসবহুল এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ইয়াবা কারবার করে আসছিলেন।

ফ্ল্যাটে ইয়াবা থাকার খবর নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ফুলদানির ভেতর মেলে ইয়াবা। পরে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:১১   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ