আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে
ধরতে হবে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয়
স্মৃতিসৌধের আদলে একটি সুদৃশ্য স্মৃতিসৌধ নির্মাণের লক্ষ্যে মাটি ভরাট
কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। যশোর জেলা পরিষদের অর্থায়নে কেশবপুর
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে
স্মৃতিসৌধটি নির্মাণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। দেশকে
ভালোবেসে এর উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এ এম রফিকুন্নবী,
কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:০২:২৪ ২০৫ বার পঠিত