মমতার কার্নিভ্যাল বাতিল করেই বিসর্জনে মুদিয়ালি

প্রথম পাতা » আন্তর্জাতিক » মমতার কার্নিভ্যাল বাতিল করেই বিসর্জনে মুদিয়ালি
শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮



---গত দু’বছরের মতো এবারও রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর মেগা কার্নিভ্যালের৷ কিন্তু সেই কার্নিভ্যালে থাকতে চায় না দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব৷ তাই আজ, শুক্রবার দশমীতেই তাদের প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে৷

খাস কলকাতার একটি ক্লাবের এমন সিদ্ধান্তের বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র৷ কারণ, গত দু’বছর ধরে রেড রোডে বিসর্জনের কার্নিভ্যাল রীতিমতো দুর্গোৎসবের অঙ্গ হয়ে উঠেছে৷ বর্ণাঢ্য সেই অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় জমান৷ থাকেন বিদেশি অতিথিরাও৷

এবারও রেড রোডে কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে৷ সেই কার্নিভ্যালে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় প্রায় ৭৫টি পুজো কমিটি অংশগ্রহণ করার কথা৷ সেই তালিকায় রয়েছে মুদিয়ালি ক্লাবের নাম৷ তা সত্ত্বেও কেন ওই ক্লাবের তরফে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হল, উঠছে সেই প্রশ্নও৷

নবমীর দুপুরে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে৷ ওইদিন দুপুরে মুদিয়ালি ক্লাবের তরফে একটি ফেসবুক পোস্ট করা হয়৷ সেখানে জানানো হয় শুক্রবার তাঁদের প্রতিমা নিরঞ্জন করা হবে৷ ওই পোস্টের নিচে জনৈক নেটিজেন সময় জানতে চান৷ সেখানে পালটা জানানো হয় শুক্রবার সন্ধ্যা সাতটায় বিসর্জন হবে৷

এর পরই প্রশ্ন ওঠে, কার্নিভ্যালে নাম থাকা সত্ত্বেও কেন তারা দশমীতে প্রতিমা বিসর্জন দিচ্ছে? ক্লাব কর্তৃপক্ষ অবশ্য এর মধ্যে কোনও বিতর্ক দেখতে পাচ্ছে না৷

---

ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, দশমীর দিন প্রতিমা নিরঞ্জন তাদের রীতি৷ গত ৮৩ বছর ধরে এই রীতি তাঁরা পালন করছে৷ তাই সেই নিয়ম লঙ্ঘন করা যাবে না৷ সেই কারণেই তারা কার্নিভ্যালে থাকতে পারবে না৷ চিঠি দিয়ে সেই কথা তারা নবান্নে জানিয়েও দিয়েছে৷

তবে এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ কিছুটা হলেও বিস্মিত৷ কারণ, গত দু’বছর ধরেও তারা একই নিয়ম মেনে চলেছে৷ তখন বিতর্ক হয়নি৷ হঠাৎ এ বছর কেন বিতর্ক হল, সেই প্রশ্নই উঠছে৷

বাংলাদেশ সময়: ১৩:৪২:২০   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ