জগলুল আহমেদ চৌধুরী তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জগলুল আহমেদ চৌধুরী তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা - স্পীকার
শনিবার, ২০ অক্টোবর ২০১৮



নিউজটুনারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রতিথযশা সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী আর্ন্তজাতিক বিশেষ করে দক্ষিণ এশিয়া বিষয়ক বিভিন্ন বিশ্লেষণধর্মী কলাম লিখেছেন। আর্ন্তজাতিক বিশ্লেষণধর্মী লেখা খুবই জটিল - কিন্তু তিনি দেশের স্বার্থ রক্ষা করে সাবলীলভাবে এ কাজটি করে গেছেন। এ সময় স্পীকার জগলুল আহমেদ চৌধুরীর আর্ন্তজাতিক বিশ্লেষণধর্মী লেখনী তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন।
তিনি আজ রাজধানী সিরডাপ মিলনায়তনে জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট আয়োজিত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর “নির্বাচিত কলাম” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাজনীতি ও কুটনীতি সম্পর্কে ভাল জ্ঞান না থাকলে আর্ন্তজাতিক বিষয় নিয়ে সংবাদ পরিবেশন কিংবা কলাম লেখা সহজ নয়। সেকারণে তিনি নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত শানিত করেছেন। বিশ্লেষণ করার ক্ষমতা ছিল তার বড় গুণ। তীক্ষ মেধার প্রকাশ ঘটানোতে তিনি ছিলেন অনন্য। তিনি বলেন, জগলুল আহমেদ চৌধুরী ছিলেন সদালাপী, অমায়িক ও বন্ধুবৎসল সর্বপরি মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ।
স্পীকার বলেন, ‘নির্বাচিত কলাম’ এর সংকলন একটি অমূল্য জ্ঞান ভান্ডার। জগলুল আহমেদ চৌধুরী এই কলাম সংকলন এবং তাঁর কৃতকর্মের মধ্য দিয়ে তিনি অনন্য প্রেরণার উৎস হয়ে যুগ যুগ বেঁচে থাকবেন। জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট এ বছর থেকে ফেলোশীপ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে - যা অত্যন্ত সময়োপযোগী। এ ফেলোশীপ তরুণ সাংবাদিকদের এ পেশায় আসতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর “নির্বাচিত কলাম” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট এর সভাপতি ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি’র সভাপতিত্বে ও ভোরের কাগজ এর সম্পাদক ও সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট এর মহাসচিব শ্যামল দত্তের সঞ্চালনায় জগলুল আহমেদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক পররাষ্ট্র সচিব সি, এম সফি সামি, বাসসের সাবেক এমডি মনোজ রায়, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ডিলন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা , আবিষ্কার প্রকাশনীর সত্ত্বাধিকারী এমডি হাসান, পরিবারের পক্ষে খালেদ শামস ও সেলিনা চৌধুরী। (জাতীয় সংসদ)

বাংলাদেশ সময়: ১৯:৩৮:১০   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ