নিউজটুনারায়ণগঞ্জঃ দশম জাতীয় সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র তেইশতম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, মো: ফজলে রাব্বী মিয়া এমপি, রাশেদ খান মেনন এমপি, আ.স.ম. ফিরোজ এমপি, মইন উদ্দীন খান বাদল এমপি এবং আনিসুল হক এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
দশম জাতীয় সংসদের তেইশতম অধিবেশন অদ্য ২১ অক্টোবর, রবিবার শুরু হয়ে আগামী ২৫অক্টোবর, বৃহস্পতিবার ২০১৮ তারিখ পর্যন্ত ০৫ কার্যদিবস চলবে। প্রতিদিন বিকাল ৪.১৫ টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে দিন ও সময় স্পীকার পরিবর্তন করতে পারবেন।
বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার বৈঠকের কার্যপত্র উপস্থাপন করেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:০৭:০২ ২২৩ বার পঠিত