বাংলাদেশকে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। গ্রামীণ সেতু নির্মাণ, সংস্কার ও উন্নয়নের জন্য এই ঋণ দেয়া হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর কারণে কারণে দেশের দুই তৃতীয়াংশ জনগণ লাভবান হবে। এছাড়া এই অর্থায়নের ফলে কাজের সুযোগ পাবে ৫৫ লাখ গ্রামীণ মানুষ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বিশ্বব্যাংক জানায়, কর্মসূচির আওতায় গ্রামীণ পর্যায়ে ৮৫ হাজার মিটার সেতুর সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা হবে। ২৯ হাজার মিটার সেতুকে সম্প্রসারিত বা পুনঃনির্মাণ করা হবে। অপরদিকে ২০ হাজার মিটার নতুন সেতু তৈরি করা হবে।
এই কর্মসূচির কারণে দেশের ৫৫ লাখ গ্রামীণ লোকের কর্মসংস্থান হবে। তারা সেতু রক্ষাণাবেক্ষণে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে।
সরকারের চলমান সেতু নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে এই কর্মসূচি পরিচালিত হবে।
বিশ্বব্যাংক কান্ট্রি পরিচালক কিমিও ফান বলেন, ‘কর্মসূচির কারণে গ্রামীণ পর্যায়ে যে সব এলাকায় সড়ক যোগযোগ নেটওর্য়াক নেই, সে সব এলাকায় সড়ক যোগযোগ স্থাপিত হবে। গ্রামীণ পর্যায়ের জনগণ ভালো সড়ক ব্যবস্থা পাবে।’
বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৬ ১৯০ বার পঠিত