চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক (জেলার) সোহেল রানা বিশ্বাসকে ৪৪ লাখ ৪৩ হাজার নগদ টাকা, ১ কোটি ৩০ লাখ টাকার চেক, ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআরের নথি ও ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ইত্তেফাককে জানান, নগদ টাকা, চেক ও এফডিআর সম্পর্কে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এফডিআর এর নথিগুলো তার স্ত্রীর নামে। চেকগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া। তবে নগদ টাকা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি সোহেল রানা। এরমধ্যে আটকের পর তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, দুপুরে যখন ভৈরব স্টেশনে তল্লাশি করা হয় তখন তার সাথে ১২ বোতল ফেনসিডিলও পাওয়া যায়। নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও মাদকের মামলা হতে পারে। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মামলা দায়ের হয়নি।
এদিকে কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (চট্টগ্রাম বিভাগ) পার্থ গোপাল বণিক জানিয়েছেন, সোহেল রানাকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তিনি (সোহেল রানা) অফিস থেকে ছুটি নিয়েছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:১৩:৫৪ ২০৭ বার পঠিত