জিম্বাবুয়ের দেওয়া ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। শুরুতে উইকেট হারানো ধাক্কা সামলাচ্ছেন সৌম্য-ইমরুল জুটি। দ্বিতীয় জুটিতে ইতিমধ্যে ৫০ পার করেছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন সময় লেখার আট ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৮ রান। ২৬ রানে ব্যাট করছেন সৌম্য সরকার। তার সঙ্গে ৩৩ রানে অপরাজিত আছেন ইমরুল কায়েস।
জিম্বাবুয়ের দেওয়া ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই বিদায় নিলেন লিটন কুমার দাস। কাইল জার্ভিসের বলে আউট হন এই ওপেনার। সিরিজের প্রথম ম্যাচে ভালো না করলেও দ্বিতীয় ম্যাচে দারুণ ছন্দে ছিলেন। দ্বিতীয় ম্যাচে ইমরুলের সঙ্গে ওপেনিং জুটিতে ১৪৮ রানের জুটি গড়ার পাশাপাশি ৭৭ বলে ৮৩ রান করেছিলেন তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫ উইকেট হারিয়ে ২৮৬ রানের বড় স্কোর গড়ে জিম্বাবুয়ে। দলের পক্ষে সেঞ্চুরি করেছেন শন উইলিয়ামস। ১০ চার ১ ছক্কায় ১৪৩ বলে ১২৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান করেন ব্রেন্ডন টেইলর। ৪০ রান আসে সিকান্দার রাজার ব্যাট থেকে।
তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। এই ম্যাচ জিতলে চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৯:৩১:২৩ ২০০ বার পঠিত