সাংবিধানিক সঙ্কটে শ্রীলঙ্কা, নতুন প্রধানমন্ত্রী রাজাপাক্ষে

প্রথম পাতা » আন্তর্জাতিক » সাংবিধানিক সঙ্কটে শ্রীলঙ্কা, নতুন প্রধানমন্ত্রী রাজাপাক্ষে
শনিবার, ২৭ অক্টোবর ২০১৮



কার্যত সাংবিধানিক সঙ্কটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। বিগত কয়েক মাস ধরে চলা সংঘাতের জেরে চরম অস্থিরতা তৈরি হয়েছিল সে দেশে। অবশেষে শুক্রবার প্রধানমন্ত্রী পদ থেকে রনিল বিক্রমসিংঘেকে বরখাস্ত করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষে।

রাজাপক্ষে প্রেসিডেন্ট থাকার সময়ে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট সিরিসেনা। ২০১৫ সালে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) এর সমর্থনেই প্রেসিডেন্ট হয়েছিলেন সিরিসেনা। বেশ কিছু দিন ধরেই রনিলের সঙ্গে তিক্ততা চলছিল সিরিসেনার।

কিছুদিন আগেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অভিযোগ করেন, তাকে এবং রাজাপাক্ষের ভাই গোতাভায়া রাজাপাক্ষেকে খুনের ষড়যন্ত্র হচ্ছে জেনেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না রনিল বিক্রমসিংঘের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। সিরিসেনাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগের আঙুল উঠেছিল ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর বিরুদ্ধে। যদিও দিল্লি এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

সব মিলিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর (প্রাক্তন) বিরোধের জেরে সে দেশের বর্তমান জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয় প্রেসিডেন্ট সিরিসেনার রাজনৈতিক দল ইউনাইটেড পিপল’স ফ্রিডম অ্যালায়েন্স। তার পরই এই নাটকীয় পালাবদল।

তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা আর বর্তমান প্রধানমন্ত্রী রাজাপাক্ষের দলের মিলিত আসনের চেয়ে এখনও ১১টি আসন বেশি রয়েছে অপসারিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি-র (ইউএনপি)। এ কারণে রাজাপাক্ষের নিয়োগ অসাংবিধানিক বলে দাবি করেছেন শ্রীলঙ্কার অপসারিত প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৩১   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ