আয়ারল্যান্ড সফরে মাথা খুলেছিল সৌম্যর

প্রথম পাতা » খেলাধুলা » আয়ারল্যান্ড সফরে মাথা খুলেছিল সৌম্যর
শনিবার, ২৭ অক্টোবর ২০১৮



জিম্বাবুয়ের বিপক্ষে কেবল একটি ওয়ানডের জন্যই সৌম্য সরকারের চট্টগ্রামে আসা। টানা ভ্রমণের ক্লান্তিকে দূরে ঠেলে ৯২ বলে ১১৭ রানের অসাধারণ ইনিংস খেলে জিতিয়েছেন দলকে। ছন্দ ফিরে পাওয়া এই সৌম্য হঠাৎ এত আত্মবিশ্বাসী হয়ে উঠলেন কীভাবে? সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গে জানালেন সৌম্য নিজেই। মূলত বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরেই মাথা খুলেছিল তার।

গেল আগস্ট মাসের মাঝামাঝি ‘এ’ দলের দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছিল আয়ারল্যান্ডের ডাবলিনে। সেই সিরিজেই অধিনায়ক হয়ে দায়িত্ববান হয়ে উঠেন এই বাঁহাতি। সিরিজে ব্যাট-বলে দুই বিভাগেই সমান অবদান রেখেছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে আয়ারল্যান্ড সফরের প্রসঙ্গ টেনে সৌম্য বলেন,‘আয়ারল্যান্ড সফর ভাল ছিল। তবে ওইখানে আমার দায়িত্বটা ভিন্ন ছিল, আমি অধিনায়ক ছিলাম, সাথে বোলিংও। ওই জায়গায় আমার মাথা খুলছিল। ভেবেছিলাম আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হবে, আমার কথায় দল চলবে। তখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্বভার এসেছিল। এ দলের খেলা কিন্তু একটা সময় এসেছিল যখন আমার মনে হয়েছে, আমি উইকেটে যতক্ষণ থাকব দলের জন্যও ভাল, আমার জন্যও ভাল।’

চলমান জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডেও ছিলেন না সৌম্য। তবে সুযোগ মেলে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে, বাজিমাতও করেন এই বাঁহাতি। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার পর পুরো সিরিজ খেলার আক্ষেপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সৌম্য বলেন,‌এটা মনে হয়েছে যেদিন আমি অনুশীলন ম্যাচে সেঞ্চুরি করেছিলাম। দিন শেষ খেলার পর যখন খুলনা ফিরছিলাম, তখন এই চিন্তা এসেছিল। তিনটা ম্যাচ যদি খেলার সুযোগ পেতাম, তাহলে নিজেকে মেলে ধরার, প্রমান করা একটা ভাল সুযোগ পেতাম। এমন একটু মনে হয়েছিল। তবে শেষ ম্যাচ যখন ডাক পড়ল, তখন খুশি হয়েছিলাম। মনে হয়েছিল, না, একটা সুযোগ এসেছে, দেখি কাজে লাগাতে পারি কিনা।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। আর দ্বিতীয় সেঞ্চুরি জিম্বাবুয়ের বিপক্ষে নিজেকে খুজে পাওয়ার দিনে। তবে সৌম্যর কাছে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাই বেশি গুরুত্বপূর্ণ।

‘অবশ্যই পাকিস্তানের সেঞ্চুরি এগিয়ে রাখব, কারণ ওটা আমার প্রথম সেঞ্চুরি। আর সেঞ্চুরি তো সবসময় বিশেষ কিছু, এটাও ভাল ছিল। কারণ যেই একটা ম্যাচে সুযোগ পেয়েছি, এখানেই অনেক কিছু ছিল হারানোর। যদি খারাপ খেলতাম হয়তো নেতিবাচক অনেক কথা হত। একটা ম্যাচ কেন নিয়ে আসা হলো, কেন খারাপ খেলল, এই ধরনের কথা হতে পারত। শুরুতে এইসব মাথায় ছিল, পরে ভাবলাম কথা তো হবেই। নিজের খেলাটাই খেলি।’

বাংলাদেশ সময়: ১৪:২৮:৪২   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ