মাশরাফির মুখে তরুণদের প্রশংসা

প্রথম পাতা » খেলাধুলা » মাশরাফির মুখে তরুণদের প্রশংসা
শনিবার, ২৭ অক্টোবর ২০১৮



সিনিয়রদের হাতে ধরে ম্যাচ জেতাটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের। তরুণদের পারফর্ম নিয়ে নানা সমালোচনা চলছিল। কিন্তু ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ সেই তরুণদের হাত ধরেই জিতল বাংলাদেশ। আর তরুণদের এই পারফর্ম নিয়ে খুশি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে তরুণ ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার নেওয়ার সময় তরুণদের প্রশংসা করে মাশরাফি বলেন,‘সাকিব-তামিমকে ছাড়া এশিয়া কাপে ভালো করেছি। আমাদের আত্মবিশ্বাস ছিল এখানেও ভালো করবো। আশা ছিল তরুণারা নিজেদের সেরাটা দিতে পারবে। সত্যিই তারা দারুণ খেলেছে। বিশেষ করে সৌম্যর আজকের ইনিংসটি ছিল অসাধারণ। লি্টন, সাইফউদ্দিন পুরো সিরিজে ভালো করেছে।’

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে এবার টেস্টে সিরিজের প্রস্তুতি। দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।তার বদলে অধিনায়কের ভূমিকায় থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।ওয়ানডে অধিনায়ক মাশরাফির বিশ্বাস টেস্টে তার অধীনেও ভালো করবে বাংলাদেশ। তিনি বলেন,‘এখন দায়িত্বটা মাহমুদউল্লাহর। আশা করি তার নেতৃত্বে আমাদের টেস্ট দলটি ভালো করবে।’

বাংলাদেশ সময়: ১৪:৩১:১৩   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ