দিনটি ছিল রোবটের দখলে

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনটি ছিল রোবটের দখলে
শনিবার, ২৭ অক্টোবর ২০১৮



জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী রাফিয়াদ সালেহ চৌধুরীর বাবা তার জন্য একটি ড্রোন এনেছিল সিঙ্গাপুর থেকে। কিন্তু এয়ারপোর্টে সেটি জব্দ করা হয়। ড্রোন চালানোর স্বপ্নভঙ্গের পর সালেহ শপথ করে সে নিজেই ড্রোন তৈরি করবে। খোঁজখবর নিয়ে সে হাজির হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগে। জানতে পারে আরডুইনো, রাস্পবেরি পাই-এর কথা। তারপর সে শুরু করে তার স্বপ্ন যাত্রা। আর যাত্রা পথে প্রথম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে সে জয় করে নিয়েছে স্বর্ণপদক। তার বানানো রোবটটি ঠিকঠাক মতো নির্দিষ্ট গতিপথেই কেবল যায়নি, যাত্রা পথের বাঁধাও অপসারণ করেছে।

সালেহ’র মতো শতাধিক খুদে রোবটপ্রমী তাদের রোবট নিয়ে হাজির হয়েছিল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে।

সেখানে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম রোবট অলিম্পিয়াড।

আগামী ডিসেম্বর মাসের ১৫ থেকে ১৯ তারিখে ফিলিপিনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য দল নির্বাচনের লক্ষ্য নিয়ে এই আয়োজন।

সকাল বেলুন উড়িযে আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর প্রাক্তন সাধারণ সম্পাদক ও ডেটা সফটের ব্যবস্থাপরা পরিচালক মাহবুব জামান।

উদ্বোধনী মঞ্চের ঠিক সাঁজানো হয়েছিল বিভিন্ন আকৃতির রোবট। এদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান নেনো রোবট তার যান্ত্রিক শরীর নিয়ে মঞ্চের সামনে দাঁড়িয়ে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন।

আয়োজকদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. লাফিফা জামাল জানান, ২০ বছর ধরে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হলেও বাংলাদেশ কেবল ২০১৭ সারের ১৬ ডিসেম্বর এর সদস্যপদ লাভ করে এবং এবারই সেখানে প্রতিযোগী পাঠানোর কথা ভেবেছে।

দিনভর ৭ থেকে এবং ১৩-১৮ বছর বয়সী রোবট প্রেমীরা দুইটি ক্যাটাগরিতে মিশন চ্যালেঞ্জ, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক বুদ্ধি প্রতিযোগিতায় অংশ নেয়।

২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের সঙ্গে মিল রেখে প্রতিযোগিতার থিম ছিল – সমুদ্র বাঁচাও। মিশন চ্যালেঞ্জে প্রতিযোগীরা রোবট তৈরি করে যা সমুদ্রের ময়লা আবর্জনা দ্রুত রক্ষা করতে পারবে।

রোবট ইন মুভিতে প্রতিযোগীরা কার্জন হলের বারান্দায় বসে সেট তৈরি করে এবং রোবট বা রোবটের ডামি দিয়ে শুটিং করে। তারপর একমিনিটের মুভি জমা দেয়। মিশন চ্যালেঞ্জ ছিল নির্দিষ্ট যাত্রাপথে যাওয়া ও পথের বাঁধা অপসারণ। আর রোবটিক বুদ্ধি মুলত একটি কুইজ প্রতিযোগিতা।

বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪১জনকে পুরস্কৃত করা হয়। এদের মধ্য থেকে ক্যাম্পের মাধ্যমে ফিলিপিনের জন্য বাংলাদেশ দল গঠন করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:০৬   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ