সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শনিবার বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নিহাত জামানের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়েছে। এই জয়ের ফলে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের জার্সিধারীরা। আর বিদায় নিয়েছে মালদ্বীপ। এই ম্যাচে মালদ্বীপের হারের কারণে নেপালও সেমিফাইনাল নিশ্চিত করেছে। কারণ গত ২৫ অক্টোবর মালদ্বীপকে ৪-০ গোলে হারিয়েছিল নেপাল।
‘এ’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন শীর্ষে রয়েছে বাংলাদেশ। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল। শূন্য পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে মালদ্বীপ। আগামী ২৯ অক্টোবর গ্রুপ পর্বের শেষ দিন নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমেই নিশ্চিত হবে কোন দল গ্রুপ চ্যাম্পিন হবে, আর কোন দল গ্রুপ রানার্স আপ হবে।
আজকের ম্যাচে নয় গোলের মধ্যে নিহাত জামান চারটি, রাসেল আহমেদ ২টি, মোঃ মেহেদী হাসান ১টি ও মোঃ আশিকুর রহমান ২টি করে উইকেট শিকার করেন। ম্যাচটিতে প্রথমার্ধে বাংলাদেশ করেছিল চারটি গোল। এরপর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ মালদ্বীপের জালে আরো পাঁচটি গোল করে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৯:২৫:৫৮ ২৩২ বার পঠিত