ফরিদপুরে উদ্বোধন হলো পেশাদার চালকদের চক্ষু ও শ্রবণশক্তি পরীক্ষা ক্যাম্প। রবিবার বেলা ১১টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
এই ক্যাম্পে চিকিৎসা সেবা নিচ্ছেন বাস, ট্রাক ও মাইক্রোবাস চালকরা।
ফরিদপুর জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে দ্বিতীয়বার অনুষ্ঠিত এ ক্যাম্পে শতাধিক চালক বিনামূল্যে তাদের চক্ষু ও শ্রবণশক্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, একজন গাড়ি চালকের উপর অনেক মানুষের জীবন থাকে। এই কারণে চালককে অবশ্যই সুস্থ থাকতে হবে। মাসে না হলে কমপক্ষে দুই মাসে তাদের শরীরের স্বাস্থ্য পরীক্ষা করার দরকার। এতে সড়কে দুর্ঘটনা হ্রাস পাবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, চক্ষু চিকিৎসক ডা. রাহাদ আনোয়ার, নাক কান গলার চিকিৎসক ডা. নজরুল ইসলাম. বিআরটিএর সহকারী পরিচালক আতিকুল আলম, সাজ্জাদ হুসাইন বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:১৮:৪০ ২৩৯ বার পঠিত