বিচ্ছেদ নিয়ে কিছুই বলতে চাচ্ছি না : অপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিচ্ছেদ নিয়ে কিছুই বলতে চাচ্ছি না : অপু
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭



---মন খারাপ জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। কারণ গুঞ্জন উঠেছে, শাকিব খানের সঙ্গে তার বিয়ের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। আর তা নাকি ঘটতে যাচ্ছে শিগগিরই। এ বিষয়ে শাকিব সরাসরি কিছু না বললেও এমন কথা চাউর হওয়ার পর ভেঙে পড়েছেন অপু। আশপাশের কাউকে বিশ্বাস করতেও নাকি তার কষ্ট হচ্ছে। কার সঙ্গে কী বলবেন- কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। অপু বলেন, ‘আমি এখনো শাকিবের কাছ থেকে কিছুই শুনিনি। তাই বিচ্ছেদ নিয়ে কিছুই বলতে চাচ্ছি না। চারদিক থেকে যেভাবে নেতিবাচক কথা শুনছি, ভাবছি কারো সঙ্গে কথা বলাটা ঠিক হবে না। মনটা ভীষণ খারাপ।’

২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিব খানকে বিয়ের জন্য অপু ধর্ম পরিবর্তন করে অপু ইসলাম খান নাম নেন। বিয়ের আট বছর পর শাকিব-অপুর ঘরে জন্ম নেয় আব্রাম খান জয়।

‘মাস্ক’ নামের ছবির শুটিংয়ে শাকিব খান এখন আছেন থাইল্যান্ডে। ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নুসরাত। এদিকে ‘মাস্ক’ ছবির শুটিং শেষ হলেই থাইল্যান্ডে ‘আমি নেতা হব’র গানের শুটিং করবেন এই নায়ক। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।

এদিকে শোনা যাচ্ছে, কয়েক মাস বিরতির পর আবারও নতুন ছবিতে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন অপু বিশ্বাস। এরই মধ্যে দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘কাঙাল’ নামের ছবিটির পরিচালক বদিউল আলম, আর ‘কানাগলি’ নামের আরেকটি ছবির পরিচালক রবিন খান। প্রথমটিতে অপুর বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী এবং ডিএ তায়েব আর পরের ছবির নায়ক এখনো চূড়ান্ত হয়নি। এসব ছবির শুটিং কবে শুরু হবে? এ ব্যাপারে অপু কিছুই বলতে রাজি হননি।

শুধু বলেন, ‘কিছুই ভালো লাগছে না।’

বাংলাদেশ সময়: ১৩:৫৪:২৮   ৯১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ