সাতক্ষীরার শ্যামনগরে কৃষি ও খাদ্য অধিকারঃ প্রত্যাশিত জন ইশতেহার দাবীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা মিলনায়তে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লিডার্স-এর কার্যকরী পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. ফারুখ হোসেন, নকশী কাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সিএসআরএল’র প্রগাম অফিসার সুপর্না কর্মকার, তারাপদ মুন্ডা , আকতারুল ইসলাম, মো. আবু আলম, সাংবাদিক আনিসুজ্জামান সুমন, আবু সাইদ, সরদার ছিদ্দিক, মোহাম্মাদ আলী, মো. জিল্লুর রহমান, রনজিৎ কুমার মন্ডল অসিত কুমার মন্ডল, মো. তরিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তাদের কাছে স্থানীয় কৃষক প্রতিনিধিগণ খাদ্য অধিকার, নিরাপদ পুষ্টি খাদ্য, জৈব কৃষির জন্য আলাদা মার্কেট তৈরী, স্থানীয় বীজ সংরক্ষনের জন্য বীজ সংরক্ষণাগার তৈরী, কৃষিতে ভুর্তিকী, সহজ শর্তে সুদ মুক্ত কৃষি ঋণ, উপকূলীয় এলাকার জন্য লবণ সহনশীল ধান বীজ, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, আধুনিক কৃষি সেবা কেন্দ্র, খাল পূনঃখনন ও অবমুক্তকরণ, কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান, আইপিএম চালু ও যুবকদের কর্মসংস্থান দাবী তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫০ ২১১ বার পঠিত