সচেতনতা সৃষ্টিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন চুমকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সচেতনতা সৃষ্টিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন চুমকি
রবিবার, ২৮ অক্টোবর ২০১৮



মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আজ স্তন ক্যান্সার প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে ‘ব্রেস্ট ক্যানসার’ বিষয়ে নারীদের সচেতন করার লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান ।
চুমকি বলেন, স্তন ক্যান্সার প্রতিরোধে সকল পর্যায়ের নারীকে সংকোচ ও লজ্জা পরিহার করে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। পাশাপাশি পারিবারিকভাবে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যেতে হবে।
ব্রেস্ট ক্যানসার নারীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ সমস্যা এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ জন্য তাকে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। সঠিক সময়ে সনাক্ত করা গেলে এ ক্যান্সার প্রতিরোধ সম্ভব।
অন্যদিকে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য স্তন ক্যান্সার প্রতিরোধে প্রচারাভিযানকে জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক সহ মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক বেগম জাহানারা পারভীন।
অধ্যাপক মমতাজ বেগম বলেন, বাল্য বিবাহের ফলে মেয়েরা স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকেন। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে সকলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪৫   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ