বিপিএল এখন বিদেশেও জনপ্রিয়: পাপন

প্রথম পাতা » খেলাধুলা » বিপিএল এখন বিদেশেও জনপ্রিয়: পাপন
রবিবার, ২৮ অক্টোবর ২০১৮



ঘরোয়া লিগ গুলোর মধ্যে আইপিএলের পাশাপাশি বেশ জনপ্রিয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিপিএলের রং বাড়াতে বিদেশের তারকা ক্রিকেটারদেরও দলে ভিড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলো। তাছাড়া আন্তজার্তিক ম্যাচের মত ঘরোয়া এই লিগটিও বেশ ভালো ভাবে গ্রহণ করেছে ক্রিকেট পাগল বাঙালী।

বিপিএলের এই আয়োজনকে বিদেশেও সমান ভাবে জনপ্রিয় বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত বিপিএলে বড় বড় বিদেশি তারকাদের অংশগ্রহণের প্রবল ইচ্ছা দেখেই এই লিগটিকে জনপ্রিয় মানছেন বিসিবি বস।

রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রবিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করল। এদিন মোট আটটি সেটে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এর মধ্যে পাঁচটি সেট ছিল দেশি খেলোয়াড়দের জন্য। তিনটি সেট ছিল বিদেশি খেলোয়াড়দের জন্য। প্রতিটি সেটে দুইজন করে খেলোয়াড় দলে নেয়ার সুযোগ ছিল।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে পাপন বলেন,‘’আপনি যদি দেখেন যে ক্রিকেটার যারা অংশগ্রহণ করছে, ওদের যে ইচ্ছা অংশগ্রহণ করার এর মাধ্যমে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশের বাইরেও বিপিএল এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এবারের দলগুলো যদি আপনি দেখেন তাদের মধ্যে একটিও পাবেন না যাকে আপনি দুর্বল বলতে পারেন। এটি আসলে অবিশ্বাস্য ব্যাপার। অনেক ভাল ভাল খেলোয়াড় এসেছে এবং তরুণ কিছু খেলোয়াড় সুযোগ পেয়েছে। তবে আমার কাছে সবসময় একটি ব্যাপারই মনে হবে যে আমাদের বাংলাদেশি ছেলেরা যেন এই বিপিএলে সবথেকে ভাল খেলে।’

বিপিএলের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির প্রসঙ্গে পাপন বলেন,‘আসলে সমস্যাটি হচ্ছে কি বিপিএল থেকে খেলোয়াড় পাওয়াটা একেবারে যে যায় না সেটি না। তবে আমাদের এখানে ধরেন নতুন কেউ ভাল করলো এবং পুরনোরা ভাল করলো তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে তো কিছু করার নেই। তো আমাদের পুরনো ক্রিকেটাররা এখনও ভাল খেলছে। যাদেরকে আমরা পুরনো বলতে চাই সেই ধরণের। ঐ ধরণের ক্রিকেটার আসছে না, তবে আমার মনে হয় যত বেশি খেলা হবে তত বেশি এটি বাড়বে। সেদিক থেকে আমি মনে করি অবশ্যই আমরা এবার এক দুইজন নতুন ক্রিকেটারকে দেখার সুযোগ পাব।’

নির্বাচনের কারণে বিপিএলের ষষ্ঠ আসরের সময় বদলে আগামী বছরের জানুয়ারির ৫ তারিখ নেওয়া হয়েছে। সেই সময়েই বিপিএল শুরু হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘আমরা যেটি ঠিক করেছি সেটাই থাকবে (৫ তারিখ)। আমরা যেহেতু নিশ্চিত নই যে নির্বাচন কবে হচ্ছে, তবে যখনই হোক আমরা সেটি অ্যাডজাস্ট করে নিব এবং সূচি অনুযায়ীই বিপিএল অনুষ্ঠিত হবে।’

আসন্ন বিপিএলে চিটাগং ভাইকিংসে শেষ মুহূর্তে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম। এই বিষয়ে পাপন বলেন,‘আমাদের সাতটি ফ্র্যাঞ্চাইজি আছে এবং সাতজন আইকন আছে। সবসময় যেটি হয় যে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি একটি করে আইকন পায়। অন্যদের সুযোগ ছিল রিটেইন করার। দুর্ভাগ্যক্রমে চিটাগাংয়ের রিটেইনের কোন সুযোগ ছিল না। ওদের ওখানে যারা ছিল যেমন সৌম্য সরকার- সে এখন আইকনই নেই। সুতরাং ওকে সেই সুযোগটিই দেয়া হয়নি। যেহেতু একজন ছিল সুতরাং তাঁকে সেখানে থাকতে হবে। তা নাহলে যদি এমন হতো যে কেউ যদি ঠিক করে আমরা এই দলে খেলব না তখন দেখা যাবে সব আইকন একটি দলে চলে যাচ্ছে। এটা তো আসলে হতে পারে না। সমান বন্টনের কথা চিন্তা করে এবং ব্যাসিক নীতির কথা চিন্তা করে এটিই ছিল সেরা অপশন।’

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪৬   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ