পাকিস্তানের হাতে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানের হাতে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া
সোমবার, ২৯ অক্টোবর ২০১৮



আরব আমিরাতে খেলতে এসে পাকিস্তানের হাতে বেদম মার খেয়ে যেতে হলো অস্ট্রেলিয়াকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও অ্যারোন ফিঞ্চের দলকে রীতিমত উড়িয়ে দিয়েছে সরফরাজ আহমেদরা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টি ম্যাচে অসিদের ৩৩ রানে হারিয়েছে পাকিস্তান। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া।

পাকিস্তানের করা ১৫০ রানের জবাব দিতে নেমে মাত্র ১১৭ রানেই অলআউট অস্ট্রেলিয়া। অ্যারোন ফিঞ্চের দলের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি পাকিস্তনি বোলারদের সামনে। বিশেষ করে শাদাব খানই ভুগিয়েছে বেশি অস্ট্রেলিয়াকে। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। পেসার হাসান আলি নিয়েছেন ২ উইকেট।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেনার বাবর আজমের হাফ সেঞ্চুরি শাহিবজাদা ফারহানের ৩৯ রানের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান। ৪০ বলে বাবর আজমের ৫০ রানের ইনিংসটি সাজানো ছিল ৫টি বাউন্ডারি এবং ১ ছক্কায়।

শাহিবজাদা ফারহান ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৩৮ বলে করেন ৩৯ রান। মোহাম্মদ হাফিজ ২০ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস। শোয়েব মালিক ১২ বলে করেন ১৮ রান।

জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে অস্ট্রেলিয়া। আলেক্স ক্যারি ৯ বলে করেছিলেন ২০ রান। এছাড়া বেন ম্যাকডার্মট এবং মিচেল মার্শ করেন সমান ২১ রান করে। ক্রিস লিন করেন ১৫ রান। অন্যরা দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারেই ১১৭ রানে অলআউট অস্ট্রেলিয়া। ফলে ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হলো অস্ট্রেলিয়াকে।

বাংলাদেশ সময়: ১৩:০০:২৫   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ