বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বসছে প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব। তিন দিনের এই উৎসবে থাকবে বাহারি পিঠার ৩০টি স্টল।
পুঁথিপাঠ, গাজির কিসসা, পালাগান, পুতুলনাচ, নাগরদোলা, পালকি, লাঠিখেলা, বানরখেলার আয়োজন থাকছে নবান্ন উৎসবে। আরো থাকবে ঢেঁকি, কুলা, মাথাল, যাতাকলসহ নানা গ্রামীণ অনুষঙ্গের প্রদর্শনী।
উৎসবের সাংস্কৃতিক পর্বে সন্ধ্যার পর থাকবে গানের অনুষ্ঠান। গান পরিবেশন করবেন দেশের খ্যাতনামা শিল্পীরা।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বঙ্গ মিলারস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শাহান শাহ আজাদ।
শাহান শাহ বলেন, `কালের বিবর্তনে আমাদের সংস্কৃতি থেকে অনেক ঐতিহ্যবাহী উৎসব হারিয়ে যাচ্ছে। নবান্নের মতো গ্রামবাংলার উৎসবকে শহরের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতেই এই আয়েজন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে এই নবান্ন উৎসব।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বঙ্গ মিলারস লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মুস্তাফিজুর রহমান, স্কলারস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এম ই শামিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৮ ২৮৬ বার পঠিত