দেশে ফিরেই ডিপজলের নতুন ছবির ঘোষণা, পরিচালক ছটকু আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে ফিরেই ডিপজলের নতুন ছবির ঘোষণা, পরিচালক ছটকু আহমেদ
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭



---ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে সফল অস্ত্রোপচার হয়েছে। কয়েকদিন আগে সুস্থ হয়ে ঢাকায় ফিরেন এই অভিনেতা। ঢাকায় ফিরেই ‘পাথরের মন’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন গুণী নির্মাতা ছটকু আহমেদ। এতে ডিপজলের সঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক অভিনয় করবেন বলে জানান এই নির্মাতা।

এ প্রসঙ্গে ছটকু আহমেদ বলেন, ‘‘গতকাল ডিপজল সাহেবকে দেখতে গিয়েছিলাম। দেখলাম সম্পুর্ণ সুস্থ-সুন্দর, হাস্যোজ্জ্বল নতুন এক সুপারস্টারকে। মিষ্টি-মধুর রসিকতায় বরণ করে নিয়ে শোনালেন নতুন এক ডিপজলের জন্মের কথা। তিনি আমাকে বলেন, ‘আপনি আমার নতুন ছবি করবেন। ছবির নাম পাথরের মন। আমার সাথে অভিনয় করবে সাইমন। আমি সম্পুর্ণ নতুন চমক নিয়ে আমার অগনিত প্রিয় দর্শকের সামনে উপস্থিত হব।’’

তিনি আরো বলেন, ‘ডিপজল সাহেব নতুন ছবির গল্পের আইডিয়া শোনালেন আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। কাল থেকে গান নিয়ে বসতে বললেন। ১ জানুয়ারি থেকে শুরু হবে আমার এ চলচ্চিত্রের শুটিং।’

ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরণের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এ সিনেমায় ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। অমি-বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন বাপ্পি চৌধুরী-শিরিন শিলাসহ অনেকে। এর চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটি। ডিপজল অভিনীত এই সিনেমাটি নির্মাণ করেন মনতাজুর রহমান আকবর।

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৫   ৫৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ