আয়ারল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশের মেয়েরা। গায়নাতে আইরিশদের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।
রবিবার টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। আইরিশ শিবিরে ্শুরুতেই আঘাত আনেন জাহানারা আলম। এরপর খাদিজা আর রোমানার বলে ২৬ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে বসে আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে গার্থের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন লুইস।
বাংলাদেশের হয়ে চার ওভার বল করে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন রোমানা আহমেদ। দুই উইকেট শিকার জাহানারার।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের দুই ওপেনার আয়শা রহমান এবং শামিমা সুলতানা। ৯ রানে শামীমা ফিরলে ফারানার সঙ্গে জুটি বাঁধেন আয়শা। ২৫ রান করা আয়শাকে বোল্ড করে পরপর নিগার সুলতানা আর রোমানাকে ফিরিয়ে দেন গার্থ।
এরপর ফারজানা হক ও সানজিদার পঞ্চম উইকেটে ৩২ বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে ২১ রানে অপরাজিত থাকেন ফারজানা আর ২০ রানে ছিলেন সানজিদা।
বাংলাদেশ সময়: ১৫:৪২:৩৫ ২৫০ বার পঠিত