বঙ্গোপসাগরে অস্ত্রসহ ১০ জলদস্যু আটক, অপহৃত তিন মাঝিমাল্লা উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গোপসাগরে অস্ত্রসহ ১০ জলদস্যু আটক, অপহৃত তিন মাঝিমাল্লা উদ্ধার
সোমবার, ৫ নভেম্বর ২০১৮



গভীর বঙ্গোপসাগরে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কবল থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত তিন মাঝিমাল্লাকে। এ সময় ৬টি অস্ত্র ও ৩৭ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।

সোমবার ভোরে গ্রেপ্তারকৃত জলদস্যুরা তিনটি বাহিনীর সদস্য। দুপুরে গ্রেপ্তারকৃত জলদস্যু ও উদ্ধারকৃত মাঝিমাল্লাদের কক্সবাজার শহরের ৬নং ঘাটে নিয়ে আসেন র‌্যাব সদস্যরা। সেখান থেকে গাড়িতে করে সংস্থাটির কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে নিয়ে যান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল গফুর, মো. সাইফুল ইসলাম, মো. তারেক, আবুল হোসেন, ছৈয়দুল আলম, মো. করিম, মো. জুয়েল ও নুরুল হক।

র‌্যাব সূত্র জানায়, রোববার রাত ১২টার দিকে গভীর সাগরে দুটি মাছ ধরার ট্রলারে ডাকাতি করে জলদস্যুরা। ডাকাতি শেষে জলদস্যুরা ওই দুই ট্রলারের তিনজন মাঝিমাল্লাকে অপহরণ করে নিয়ে যায়। পরে অন্য জেলেদের কাছ থেকে অভিযোগ পেয়ে র‌্যাব সাগরে অভিযান চালায়। কক্সবাজার র‌্যাব ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান জানান, অভিযান চলাকালে তাদের উপস্থিতি টের পেয়ে আরও একটি ট্রলারে করে বেশ কয়েকজন জলদস্যু পালিয়ে যায়।

অপহরণের শিকার মাঝিমাল্লারা হলেন- মহেশখালী উপজেলার ঘটিভাঙা এলাকার আব্দুল মজিদ, রামু উপজেলার নুরুল আলম ও সদর উপজেলার চৌফলদন্ডী এলাকার বাচা রাখাইন।

তারা জানান, দুটি মাছ ধরার ট্রলার গভীর বঙ্গোপসাগরে পাশাপাশি অবস্থান করছিল। হঠাৎ দুটি ট্রলার তাদের দিকে তেড়ে আসে। ওই দুই ট্রলার থেকে গুলিবর্ষণ ও ভয় দেখানো হয়। জলদস্যুরা তাদের তিনজনকে জিম্মি করে ডাকাতি শেষে অপহরণ করে নিয়ে যায়। জিম্মিদশায়ও জলদস্যুরা তাদের ব্যাপক নির্যাতন চালায়। ভোরে র‌্যাব গিয়ে তাদের উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৩২   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ