নিউজটুনারায়ণগঞ্জঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ, জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) ও কমনপারপাজ ইন্টারন্যাশনাল এর যৌথ আয়োজনে ওয়ার্কশপ অন ”লিডারশীপ ট্রেনিং ফর সেক্রেটারিয়েট অফিসিয়ালস অব বাংলাদেশ পার্লামেন্ট” শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন।
ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ পেশায় নিজেদের যোগ্য, দক্ষ ও সময়োপযোগী পেশাজীবী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের অভিজ্ঞতা কর্মকর্তাগণকে তাদের নিজ অধিক্ষেত্রে নেতৃত্ব প্রদানে সক্ষম করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পীকার বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের দক্ষতাবৃদ্ধির কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তিনি বলেন,দশম জাতীয় সংসদে কর্মকর্তাদের একটি বড় দলকে ভারতের লোকসভায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের ওয়েষ্টমিনিষ্টার ফাউন্ডেশনের সাথেও কর্মকর্তাদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ চলমান রয়েছে। ইউএনডিপির মাধ্যমে ইতোমধ্যে সংসদ সদস্যদের সক্ষমতাবৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মকর্তাগণ সংসদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা তথা সাচিবিক সহায়তা দিয়ে থাকেন—সে কারণে কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা খুবই জরুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদার।অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, ইউএনডিপি’র সিনিয়র কনসালটেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি,কমনপারপাজ এর এশিয়া প্যাসিফিক চীফ এক্সিকিউটিভ আদিরুপা সেনগুপ্তা কমনপারপাজ ইন্টারন্যাশনালের চীফ এক্সিকিউটিভ এলিসন কবার্ন উপস্থিত ছিলেন।
দু’দিন ব্যাপী কর্মশালায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ৩০(ত্রিশ)জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। (জাতীয় সংসদ)
বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৩ ২৩৬ বার পঠিত