দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী এবং কিশোরীদের চাহিদা মতো পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রত্যয়ে পরিকল্পনা অধিদপ্তর, সোশ্যাল মার্কেটিং কোম্পানি, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং মেরী স্টোপস বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম সভাকক্ষে সোমবার এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব কাজী মোস্তফা সারোয়ার, বিশেষ অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিস লিমিটেডের ব্যবস্থাপক (মার্কেটিং) ফজল মাহমুদ রনি, বাপসার নির্বাহী পরিচালক আলতাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক যুগ্মসচিব ডা. মো. সারোয়ার বারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মাহবুব-উল-আলম; প্রোগ্রাম ম্যানেজার (এফপি এফএসডি), পরিবার পরিকল্পনা অধিদপ্তর; এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন খালেদা ইয়াসমিন, টিম লিডার, নিরাপদ-২ প্রকল্প, মেরী স্টোপস বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৫:১৩:৩০ ২০৬ বার পঠিত