রাজশাহীতে ফের শরিফুল ইসলাম ওরফে মুন্না (৩৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে খুন করা হয়েছে। তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মান্নানের ছেলে।
গত দুই মাসে রাজশাহী ও নাটোরের বিভিন্ন উপজেলায় ৭ জন ভ্যান চালককে খুন করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ১ নভেম্বর রাজশাহীর চারঘাট উপজেলায় এক কিশোর ভ্যানচালককে খুনের পর ভ্যান নিয়ে পালানোর পথে একজনকে আটক করেন গ্রামবাসী।
সর্বশেষ শরিফুল ইসলামকে হত্যা করা হলো রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকায়। মঙ্গলবার দিবাগত রাতে ঘটে এই হত্যাকা-ের ঘটনা। পরে রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নেয়। সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সড়কের পাশে একটি মেহেগনি বাগানে শরিফুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। সুরতহালের সময় মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি জানান, ‘শরিফুলের অটোরিকশাটি খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অটোরিকশার জন্যই দুর্বৃত্তরা শরিফুলকে হত্যা করেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহত শরিফুলের স্ত্রী সালমা বেগম থানায় মামলা করেছেন।’
বাংলাদেশ সময়: ১৫:২৮:২৭ ২১৬ বার পঠিত