নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান ও একটি সিএনজি অটোরিকশা। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছন ক্ষতিগ্রস্তরা।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ছমিরহাট বাজারে আগুন লাগে। এতে জামসেদ রেস্টুরেন্ট, ইতরা পাঠাগার, পারভেজ টেলিকম, ফরিদ টি-স্টল, নারায়ণ সাইকেলমার্ট, একটি সেলুন, একটি গ্যারেজ, একটি টেইলার্স ও দুটি ঘরসহ ১০টি দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানায়, ভোরে ছমিরহাট বাজারের ফরিদের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১০দোকানের মূল্যবান মালামাল, নগদ টাকা ও একটি সিএনজি অটোরিকশা পুড়ে অন্তত ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে মাইজদী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এর আগে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:১১ ২১৩ বার পঠিত