যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালীর খলশি সীমান্ত থেকে এক কেজি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খলশি স্কুলের পাশে একটি ধানক্ষেত থেকে স্বর্ণের বারটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, খলশি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে- এমন খবরে পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান বিজিবি সদস্যদের নিয়ে খলশি স্কুলের পাশে একটি ধানক্ষেতে অবস্থানে নেন। পাচারকারী স্বর্ণের বার নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিলে পাচারকারী স্বর্ণের বার ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে এক কেজি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, উদ্ধারকৃত স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:০৯:১৬ ২১২ বার পঠিত