নিউজটুনারায়ণগঞ্জঃ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘ওমেন এমপি’স অব দ্যা ওয়াল্ড’ সম্মেলন শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন । এদিকে একাদশ জাতীয় সংসদের মনোনয়নপত্র স্পিকারের পক্ষে সংগ্রহ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ,মনোনয়নপত্র সংগ্রহ করার পর তা জাতীয় সংসদের চীফ হুইফ আ,স,ম ফিরোজকে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । আজ সন্ধ্যা ৭ টায় মনোনয়নপত্র স্পীকারের হাতে হস্থান্তর করেন আ,স,ম ফিরোজ । ড. শিরীন শারমিন চৌধুরী দশম জাতীয় সংসদে উপ নির্বাচনে রংপুর – ৬ আসনে নির্বাচিত হন । এবার ও একাদশ নির্বাচনে প্রার্থী হলেন । এদিকে রংপুর -৬ আসনের ভোটারদের মাঝে এক আনন্দ গন পরিবেশ দেখা দিয়েছে , রংপুরের কিছু থানা এলাকার বাসিন্দা দের সাথে কথা বলে জানা যায় ড. শিরীন শারমিন চৌধুরী এই আসনের সাংসদ নির্বাচিত হওয়ার পরে , আমরা অত্যান্ত শান্তি শৃঙ্খলায় বসবাস করছি, নাই কোন হানাহানি । পীরগঞ্জের কিছু নারী ভোটার বলেন, আমরা নারী আমাদের সাংসদ ও একজন নারী, আমরা আনন্দিত যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ এশিয়া সোসাইটি ওয়াশিংটন ২০১০ সালে তাকে হিউম্যানিটারিয়ান সার্ভিস এওয়ার্ড এ ভুষিত করেন ।
বাংলাদেশ সময়: ২০:১৬:০৪ ৩২০ বার পঠিত