ব্রাহ্মণবাড়িয়ায় ৪১ বোতল ফেনসিডিল, ৮ বোতল ইস্কফ ও ১২ রাউন্ড গুলিসহ বেল্লাল উদ্দিন (৪২) ও নাজমুল হুদা (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) সদস্যরা।
সোমবার (১২ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এতথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার গভীর রাতে পৌর শহরের পশ্চিম মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক বেল্লাল পশ্চিম মেড্ডা এলাকার মৃত সোনা মিয়া ডিলালের ছেলে ও নাজমুল শিমরাইলকান্দি এলাকার ফরিদুল হুদার ছেলে।
র্যাব ১৪-ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালাক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ওই এলাকার শাহ পরান ফ্লাওয়ার মিলের পাশে একটি ভবনের নিচতলা থেকে বেল্লাল ও নাজমুলকে আটক কর হয়। এ সময় তাদের কাছ থেকে ৪১ বোতল ফেনসিডিল, ৮ বোতল ইস্কফ ও ১২ রাউন্ড গুলি ও মাদক বিক্রির ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪:০৭:১৪ ২০৩ বার পঠিত