এয়ারপোর্টে দীপি-রণের ‘মেহেন্দি’ উৎসব

প্রথম পাতা » ছবি গ্যালারী » এয়ারপোর্টে দীপি-রণের ‘মেহেন্দি’ উৎসব
সোমবার, ১২ নভেম্বর ২০১৮



রণভীর-দীপিকা পৌঁছে গিয়েছেন ইতালির লেক কোমোতে৷ হাতে গুনে আর মাত্র তিন দিন৷ তারপরই বিয়ের বন্ধবে আবদ্ধ হবেন তাঁরা৷ ইতালি যাওয়ার সময় মুম্বই এয়ারপোর্টে ছোট্ট করে পালন হল বিয়ের মেহেন্দি উৎসব৷ এয়ারপোর্টে বাজছে, “মেহেন্দি লগা কে রাখনা৷” ফ্যানেরা যেখানে ভির জমিয়ে দীপিকা রণভীরের জন্য এই গান চালিয়েছেন৷

নভেম্বর তো কখনও ডিসেম্বর। কখনও সুইজারল্যান্ড তো কখনও আমচি মুম্বই। বছরের শুরু থেকেই টিনসেলের হটেস্ট গসিপ রণভীর-দীপিকার বিয়ে। বিভিন্ন সময় নানান জল্পনার ধুলো উড়েছিল বলিপাড়ায়। এই সমস্ত জল্পনায় দাড়ি টেনে ১৪ এবং ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। ট্যুইটারে ওয়েডিং কার্ডের ছবি আপলোড করে খুশির খবরটি জানিয়েছেন সকলকে। এবং ইতালির লেক কোমোকে বিয়ের ভেনু হিসাবে বেছে নিয়েছেন এই লাভ বার্ডস।

বি-টাউনের ‘পদ্মাবতী’ এবং ‘খিলজি’র বিয়ের নিয়ে কৌতূহলের শেষ নেই৷ বিয়ের ভেনু, পোশাক, গয়না, অথিতিদের তালিকা, সবই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে৷ ইতালির লেক কোমোতে বিয়ে, সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা কিংবা শাড়ি, সোনা-হীরে ছেড়ে রূপোর গয়না, এছাডা়ও অসংখ্য বিয়ের আপডেট পেতে ব্যাকুল রণ-দীপির ভক্তকূল৷ বলিপাড়ার সেরা বিয়ে, প্রতিটি জিনিস হাচকে না হলে কী চলে৷ তাই বিয়ে হবে দু’বার৷

বিয়ের কার্ডে লেখা ছিল ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ের দিন৷ দুই দিন দুই রীতি মেনে বিয়ে করবেন তাঁরা৷ দীপিকা কর্নাটকের মেয়ে৷ তাই প্রথম দিন কন্নডিগা মতে বিয়ে হবে৷ রণবীর সিং, সিন্ধি-পঞ্জাবী৷ তাই জানা যাচ্ছে দ্বিতীয়দিন রণবীরের ধর্ম মতেই বিয়ে করবেন তাঁরা৷

বলি অন্দরের খবর ছিল, ‘পদ্মাবত’ মুক্তির সপ্তাহ খানেক আগে রণভীর ও দীপিকার বাবা মা তাঁদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেন। তখন রণবীরের বাবা-মা, সব্যসাচীর একটি শাড়ি উপহার দেন দীপিকাকে। আপাতত দীপিকা এবং রণবীর তাঁদের পরিবারকে নিয়ে বিয়ের শেষ মুহূর্তের কেনাকাটা, প্রস্তুতি করছেন পুরোদমে। এদিকে, বিয়ের প্রতিটি খবরাখবর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে বসে আছে উড বি ম্যারেড কাপলের অনুরাগীরা৷

বাংলাদেশ সময়: ১৪:১৯:১২   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ