আবারও শুরু হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেল শনিবার (১০ নভেম্বর)।
উদ্বোধনী উৎসবে যোগ দিতে হাজির হয়েছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। আরও ছিলেন জয়া বচ্চন, ওয়াহিদা রহমান ও মহেশ ভাটের মতো অতিথিরা।
১১ নভেম্বর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। অমিতাভ ও শাহরুখের মত তারকার উপস্থিতিতে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান তারায় তারায় মুখরিত হয়ে উঠেছে।
অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায় লাল শাড়িতে ঋতুপর্ণা সেনগুপ্ত থালা ধরে আছেন। তার পাশে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান। তারা প্রদীপ জ্বেলে ও ফুল ছড়িয়ে উৎসব উদ্বোধন করেন। তবে অনুষ্ঠানে মূল আলোটা ছড়িয়েছে বলিউড শাহেনশাহ ও বাদশাহ।
অমিতাভ বচ্চন পরপর পাঁচ বছর কলকাতার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন। এই উৎসবে আজ আরও যোগ দিয়েছেন ইরানি পরিচালক মাজিদ মাজিদি, সাইমন বেকারের মতো প্রথিতযশা নির্দেশক। এ ছাড়া টালিউডের তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎসহ একঝাঁক টালিউড তারকাও হাজির ছিলেন উৎসবে।
উৎসব আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গেল কয়েক বছর ধরেই বেশ জমকালো আয়োজনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে।
অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘কলকাতা আমার প্রিয় শহর। ভালোবাসার শহর। ২৭ বছর ধরে চলচ্চিত্রে আছি। ৭০টি ছবি করেছি। আমি খুব ইন্টেলিজেন্ট নই। স্মার্ট নই। আগামী ১০ বছরে এই উৎসবে আমার একটি ছবি যেন আসতে পারে, সেই চেষ্টা করব।’
মজা করে তিনি আরও বলেন, ‘আমার ছবি তো ভালোবাসেন না। তাই আমার ছবি আসেনা এখানে। তবু আমার নতুন ছবি ‘জিরো’র ট্রেলার দেখাতে চাই।’ এরপর ‘জিরো’ ছবির ট্রেলার দেখানো হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা এবার উৎসবের উদ্বোধন করেছি মহানায়ক উত্তম কুমার ও তনুজা অভিনীত ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছবিটি প্রদর্শিত করে।’
বাংলাদেশ সময়: ১৪:২৯:৫৮ ১৬৫ বার পঠিত