নিউজটুনারায়ণগঞ্জঃ সিঙ্গাপুর রাইটার্স ফ্যাস্টিভালের সমাপনী অনুষ্ঠানে অভিবাসী ও স্থানীয়
কবিদের কাব্য সংকলন ”কল এন্ড রেসপন্স” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
কবিতার সংকলনটি জাকির হোসেন খোকন, রোলিন্দা এসপানোলা এবং
জসুয়ার যৌথ সম্পাদনায় সিঙ্গাপুরের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান গধঃয
চধঢ়বৎ চৎবংং হতে প্রকাশিত হয়েছে। ইংরাজীতে প্রকাশিত বইটিতে
বাংলাদেশী ১২ জন কবি সহ সিঙ্গাপুর, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও চীনের
৬৪ জন কবির কবিতা স্থান পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার কাব্য সংকলনটির প্রশংসা করে বলেন, এর
মাধ্যমে অভিবাসীদের সুখ-দুঃখের গাঁথা যেমন উঠে এসেছে, অন্যদিকে
স্থানীয় কবিদের কবিতায় অভিবাসীদের প্রতি তাদের সহমর্মিতা ফুটে
উঠেছে। কাব্যচর্চার মাধ্যমে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে এক নতুন
বন্ধনের সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, সাহিত্য-সংস্কৃতির প্রভাব
ভৌগলিক সীমারেখা ছাড়িয়ে সবাইকে বিশ্ব নাগরিকে পরিণত করে।
অভিবাসী ও স্থানীয় কবিদের সুকুমার বৃত্তির চর্চা মানবতার কল্যাণে
নিবেদিত হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অভিবাসী কর্মীরা তাদের
কাজের অবসরে কাব্যচর্চার মাধ্যমে যে মেধার স্বাক্ষর রেখেছেন, তজ্জন্য তাদেরকে
অভিনন্দন জানান এবং এ ধরণের সৃজনশীল কাজে হাই কমিশনের পক্ষ থেকে
সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:০০ ১৯০ বার পঠিত