একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে রিটানিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক কর্মশালায় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। নির্বাচন উপলক্ষে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের জন্য এ কর্মশলার আয়োজন করে নির্বাচন কমিশন।
এসময় রিটার্নিং কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, কোনো প্রার্থী যেনো বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনের পরিবেশ যেনো সুষ্ঠ রাখা হয়, কেন্দ্র, বুথ নিয়ে যেনো কোনো অভিযোগ না থাকে সেদিকে নজর রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
নির্বাচন কমিশনের পুন:নির্ধারিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে ৩০ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ১৪:১৩:০৪ ১৯৪ বার পঠিত