নাম বদলে মোদী সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ মমতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাম বদলে মোদী সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ মমতার
বুধবার, ১৪ নভেম্বর ২০১৮



নাম বদলে সিদ্ধহস্ত বিজেপি৷ গত কয়েকমাসে তার প্রমাণ মিলছে পরপর৷ এবার বিজেপির সেই নামবদল ইস্যুকে হাতিয়ার করে পালটা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তাঁর অভিযোগ, নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য বিজেপি চারিদিকে নাম বদল করছে৷ ঐতিহাসিক স্থানগুলির নাম পালটে দিচ্ছে৷ অথচ বঞ্চনা করছে বাংলার সঙ্গে৷

বুধবার বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে এই অভিযোগ করেন৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের নাম বদলাতে সচেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই নাম বদল নিয়েই বিজেপি রাজনীতি করছে বলে এদিন তিনি অভিযোগ করেছেন৷

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নাম প্রথমে ইংরেজিতেও পশ্চিমবঙ্গ করা হয়৷ সেই প্রস্তাব কেন্দ্র নাকচ করে দেয়৷ দ্বিতীয়দফায় রাজ্য সরকার পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’, ‘বেঙ্গল’ ও ‘বঙ্গাল’ করার প্রস্তাব দেয়৷ বিধানসভায় সেই প্রস্তাব পাসও হয়ে যায়৷ কিন্তু সেই নাম নিয়েও আপত্তি তোলে কেন্দ্র৷

তখন কেন্দ্রের তরফে জানানো হয়, বাংলা, হিন্দি ও ইংরেজি, তিনটি ভাষাতেই একই নাম রাখতে হবে৷ এর পর মমতার সরকার সব ভাষাতেই পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব দেয়৷ প্রস্তাব পাস হয় বিধানসভায়৷

প্রশাসন সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পাশেই যেহেতু বাংলাদেশ রয়েছে, সেই যুক্তি দেখিয়ে নাম বাতিলের প্রস্তাব কেন্দ্র বাতিল করে দিয়েছে৷ তার জেরেই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রতিবাদ হিসেবে নিজের বক্তব্য পোস্ট করেছেন ফেসবুকে৷

মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রের পরামর্শ মতো সবরকম পরিবর্তন করা হয়েছে৷ তার পরও তারা অনুমতি দিতে টালবাহানা করা হচ্ছে৷ এর থেকেই বোঝা যাচ্ছে, বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র৷

বাংলা ও বাংলাদেশের মধ্যে নামের মিল সংক্রান্ত কেন্দ্রীয় আপত্তির যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে৷ তা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী৷ টেনে এনেছেন পঞ্জাবের প্রসঙ্গ৷ পাকিস্তানেও পঞ্জাব আছে, ভারতেও আছে৷ সেই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের বাংলা নামের স্বীকৃতির দাবিতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আক্রমণ করেছেন বিজেপির বঙ্গ-ব্রিগেডকে৷ লিখেছেন, যে দলের রাজ্যে কোনও অস্তিত্বই নেই তারা ঠিক করছে রাজ্যের নাম কী হবে৷ অথচ বিধানসভায় সর্বসম্মতভাবে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়ে গিয়েছে৷ ওই পোস্টের সব শেষে মুখ্যমন্ত্রীর মন্তব্য, খুব তাড়াতাড়ি জবাব দেবে বাংলার মানুষ৷

বাংলাদেশ সময়: ১৪:৫৮:২৩   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ