নাম বদলে সিদ্ধহস্ত বিজেপি৷ গত কয়েকমাসে তার প্রমাণ মিলছে পরপর৷ এবার বিজেপির সেই নামবদল ইস্যুকে হাতিয়ার করে পালটা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
তাঁর অভিযোগ, নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য বিজেপি চারিদিকে নাম বদল করছে৷ ঐতিহাসিক স্থানগুলির নাম পালটে দিচ্ছে৷ অথচ বঞ্চনা করছে বাংলার সঙ্গে৷
বুধবার বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে এই অভিযোগ করেন৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের নাম বদলাতে সচেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই নাম বদল নিয়েই বিজেপি রাজনীতি করছে বলে এদিন তিনি অভিযোগ করেছেন৷
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নাম প্রথমে ইংরেজিতেও পশ্চিমবঙ্গ করা হয়৷ সেই প্রস্তাব কেন্দ্র নাকচ করে দেয়৷ দ্বিতীয়দফায় রাজ্য সরকার পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’, ‘বেঙ্গল’ ও ‘বঙ্গাল’ করার প্রস্তাব দেয়৷ বিধানসভায় সেই প্রস্তাব পাসও হয়ে যায়৷ কিন্তু সেই নাম নিয়েও আপত্তি তোলে কেন্দ্র৷
তখন কেন্দ্রের তরফে জানানো হয়, বাংলা, হিন্দি ও ইংরেজি, তিনটি ভাষাতেই একই নাম রাখতে হবে৷ এর পর মমতার সরকার সব ভাষাতেই পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব দেয়৷ প্রস্তাব পাস হয় বিধানসভায়৷
প্রশাসন সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পাশেই যেহেতু বাংলাদেশ রয়েছে, সেই যুক্তি দেখিয়ে নাম বাতিলের প্রস্তাব কেন্দ্র বাতিল করে দিয়েছে৷ তার জেরেই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রতিবাদ হিসেবে নিজের বক্তব্য পোস্ট করেছেন ফেসবুকে৷
মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রের পরামর্শ মতো সবরকম পরিবর্তন করা হয়েছে৷ তার পরও তারা অনুমতি দিতে টালবাহানা করা হচ্ছে৷ এর থেকেই বোঝা যাচ্ছে, বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র৷
বাংলা ও বাংলাদেশের মধ্যে নামের মিল সংক্রান্ত কেন্দ্রীয় আপত্তির যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে৷ তা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী৷ টেনে এনেছেন পঞ্জাবের প্রসঙ্গ৷ পাকিস্তানেও পঞ্জাব আছে, ভারতেও আছে৷ সেই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের বাংলা নামের স্বীকৃতির দাবিতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আক্রমণ করেছেন বিজেপির বঙ্গ-ব্রিগেডকে৷ লিখেছেন, যে দলের রাজ্যে কোনও অস্তিত্বই নেই তারা ঠিক করছে রাজ্যের নাম কী হবে৷ অথচ বিধানসভায় সর্বসম্মতভাবে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়ে গিয়েছে৷ ওই পোস্টের সব শেষে মুখ্যমন্ত্রীর মন্তব্য, খুব তাড়াতাড়ি জবাব দেবে বাংলার মানুষ৷
বাংলাদেশ সময়: ১৪:৫৮:২৩ ২৩২ বার পঠিত