নেতাজীর বন্ধু ছিলেন নেহরু’ হঠাৎ কেন মরিয়ে কংগ্রেস?

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেতাজীর বন্ধু ছিলেন নেহরু’ হঠাৎ কেন মরিয়ে কংগ্রেস?
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮



জওহরলাল নেহরুর জন্মদিনে, তাঁর এবং সুভাষ চন্দ্র বোসের বন্ধুত্ব টুইটারে তুলে ধরতে গিয়ে ট্রোলড হল কংগ্রেস৷ ব্রিটিশ ভারতে প্রায় একই সময় স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন সুভাষচন্দ্র এবং জওহরলাল৷ জাতীয় কংগ্রেস থেকে রাজনৈতিক জীবন শুরু করলেও পরে মতাদর্শগত বিরোধ থেকে একই পথে হাঁটেননি দুই প্রবাদপ্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব৷ বেশ কিছু বিশেষজ্ঞদের মতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, নেতাজীর অর্ন্তধান রহস্যের কিনারা করারও ইচ্ছে দেখাননি৷

বুধবার দেশের প্রথম প্রধানমন্ত্রীর ১২৯ বছর জন্মদিন উপলক্ষে টুইটারে একটি ছবি পোষ্ট করে কংগ্রেস ৷ ছবিটিতে নেহরু এবং নেতাজী পাশাপাশি বসে রয়েছেন৷ ছবিটিতে জওহরলাল নেহরুকে উদ্দেশ্য করে করা সুভাষচন্দ্র বোসের একটি মন্তব্যও রয়েছে, ‘‘ কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যে শুধুমাত্র আপনিই কংগ্রেসকে একটি কার্যকরী পথে এগিয়ে নিয়ে যেতে পারেন৷’ সঙ্গেই টুইটে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়, ‘ জওহরলাল এবং সুভাষ চন্দ্রের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক ছিল৷ ওনাদের দুজনের বন্ধুত্ব সময়ও নষ্ট করতে পারেনি৷’’

নেহরুর জন্মদিন পালনের মাঝে এভাবে নেতাজীকে অযাচিত ভাবে কেন টানল কংগ্রেস? ভোটের আগে অসময় বুঝে নেহরু-নেতাজীর বন্ধুত্ব প্রমাণ করার করার তাগিদ দেখিয়ে রাহুল গান্ধীরা কী প্রমাণ করতে চাইছেন? আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে লালকেল্লায় জাতীয় পতাকা তুলে মোদী যে রাজনৈতিক বার্তা দিয়েছেন, তা থেকে স্পষ্ট গান্ধী-নেহরু পরিবারকে ২০১৯ নির্বাচনের আগে তিনি স্বস্তিতে থাকতে দিতে চাননা৷ ক্ষমতায় এসে মোদী কেন্দ্রের হাতে থাকা নেতাজী-ফাইল প্রকাশ করে বোঝাতে চেয়েছেন – নেতাজীকে নেহরুর থেকে উপরে রাখতে চান তারা৷ অন্তত, জনমানসে এই আবেগ ছড়িয়ে দিতে চায় বিজেপি৷ এই সব কিছুর পর চাপে আছে কংগ্রেস?

কংগ্রেসের এই টুইট নিয়ে নেতাজীর প্রপৌত্র তথা বিজেপি নেতা চন্দ্র কুমার বোস বলেন, নেহরু একজন চরম বিশ্বাসঘাতক৷ কংগ্রেসের সভাপতিত্ব ছাড়ার পর নেতাজী আমার বাবা (নেতাজীর ভাইপো) অমিয় বোসকে চিঠি লিখে জানিয়েছিলেন নেহরু তার রাজনৈতিক কেরিয়ারের যা ক্ষতি করলেন তা অন্য কারও পক্ষে করা সম্ভব নয়৷ কংগ্রেস নেতাজীকে ভোট ব্যাংকের রাজনীতির জন্য ব্যবহার করতে চাইছে৷ নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে দেননি৷ জওহরলালের প্রতি নেতাজী কোনওদিন কোনওরকম বিরূপ মন্তব্য করেননি৷ তবে নেহরু সারাজীবন নেতাজীর বিরোধিতা করে গেছেন৷’’

এই টুইটের পরই রিটুইটে কংগ্রেসকে ট্রোল করেন অনেকেই৷ একজন ফলোয়ার রিটুইটে পুরনো দিনের পেপারের ছবি পোস্ট করেছেন যেখানে নেহরু বলছেন, ‘‘যদি সুভাষ ভারত আক্রমণ করে তাহলে আমি ওর বিরুদ্ধে যুদ্ধ করব’’

আর একজন লেখেন, ‘‘চাচা তো নেতাজীকে গায়েব করিয়ে দিয়েছেন৷INA-র সম্পত্তি পর্যন্ত লুঠ করে…’’ জয়রাম নামের এক ব্যক্তি সেখানে লেখেন, ‘‘কংগ্রেসের একটু লজ্জা পাওয়া উচিৎ৷ সবাই জানে নেতাজী হত্যার পেছনে কে রয়েছে৷’’

ব্রহ্মরাক্ষস নামে একজন রিটুইট করেছেন, ‘‘এই নেহরু আর গান্ধী মিলেই নেতাজীকে কংগ্রেস ছাড়তে বাধ্য করেছিলেন৷ ইনিই বলেছিলেন নেতাজী যদি ভারতে ধরা পড়ে তাহলে তাঁকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হবে৷’’

তবে ইতিহাস এও বলে,”আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণকারী সেনাদের লালকেল্লায় বিচার চলাকালীন তাদের হয়েই নেহরু সরাসরি আইনজীবীর ভূমিকা নিয়েছিলেন৷ যদিও চন্দ্র কুমার বোস জানিয়েছেন, নেহরু সারাজীবনে কোনওদিন ওকালতি করার প্রয়োজন মনে করেননি৷ আইএনএ সেনাদের বিচার চলাকালীন করাচি থেকে কন্যাকুমারি আবেগতাড়িত হয়েছিল৷ সেই জাতীয়তাবাদী আবেগকেই নিজের দিকে টানতে কালো কোট পরে আইনজীবীর ভূমিকায় নেমেছিলেন নেহরু৷”

তবে কিছু বিশেষজ্ঞরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ক্ষমতায় এসে নেতাজী সুভাষচন্দ্র বোসকে আঁধারেই রাখতে চেয়েছে কংগ্রেস৷ কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে রাস্তা ঘাট, বেশিরভাগ জায়গাতে গান্ধী-নেহরু থেকে ইন্দিরা-রাজীব জায়গা পেলেও ব্রাত্যই থেকেছেন নেতাজী সুভাষ৷ তাই আজ সুভাষ-নেহরুর বন্ধুত্বের কথা এত সহজেই মেনে নিতে পারবেন না সাধারণ মানুষ বিশেষ করে ভারতের যুব সমাজের বড় অংশ৷

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৯   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ