আমিও মতুয়া সঙ্ঘের সদস্য : মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » আমিও মতুয়া সঙ্ঘের সদস্য : মমতা
শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮



কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দাঁড়িয়ে মতুয়া সমাজের জন্য দরাজ হলেন মুখ্যমন্ত্রী৷ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বঙ্গবিভূষণ, ঘোষণা করলেন আরও অনেক কিছুর৷

মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপানি দেবীর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী এদিন ঠাকুরনগরে গিয়েছিলেন৷ সেখানে মতুয়া সমাজের একগুচ্ছ ঘোষণা করলেন তিনি৷

পাশাপাশি জানালেন, তিনিও মতুয়া সঙ্ঘের সদস্য৷ তাঁর দলের বেশ কয়েকজন নেতাও মতুয়া সঙ্ঘের সদস্য বলে জানালেন তিনি৷ যা শুনে করতালি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন মতুয়া সমাজের সদস্যরা৷

আর সেই রেশ কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বড়মাকে বঙ্গবিভূষণ সম্মান দেবে রাজ্য সরকার৷ যদিও তার আগে মতুয়াদের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু অনুষ্ঠানের শেষে এই সম্মান ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ করলেন বলেই মনে করছেন সঙ্ঘের সদস্যরা৷

মুখ্যমন্ত্রী এদিন মতুয়াদের প্রাপ্তির ভাঁড়ারে যোগ করেছেন একটি বিশ্ববিদ্যালয়৷ যা তৈরি হবে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঠাকুরনগরের কাছেই চাঁদপাড়ায় জমিও দেখা হয়ে গিয়েছে৷ ৮.৮ একর কৃষি জমির উপর ওই বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে৷

তাঁর কথায়, সব তৈরি৷ শুধু বাড়িটা বানানো হয়ে গেলেই শুরু হয়ে যাবে পঠনপাঠন৷ তাই এদিনই ওই জমিতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড লাগিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন মমতা৷

একই সঙ্গে তিনি জানান, ঠাকুরনগরকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে বদ্ধপরিকর রাজ্য সরকার৷ তাই ঠাকুরনগরের সৌন্দর্যায়ন করা হবে৷ আলোয় সাজিয়ে দেওয়া হবে এই এলাকা৷ সঙ্গে দু’টি গেটও নির্মাণ করা হবে বলে তিনি জানিয়েছেন৷

মতুয়া ও নমশূদ্রদের জন্য তাঁর সরকার কী কী করছে, সেকথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে৷ অসমে বাঙালি খেদাও অভিযান চলছে বলে অভিযোগ করেন তিনি৷ তবে অসমের বাঙালিদের অন্যায় ভাবে তাড়িয়ে দেওয়া হলে, তাদের বাংলায় ঠাঁই দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

বাংলাদেশ সময়: ০:০৬:৪৬   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ