নিজেদের অভিনীত ‘লিডার’ ছবি বর্জন মৌসুমী-ওমর সানির

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজেদের অভিনীত ‘লিডার’ ছবি বর্জন মৌসুমী-ওমর সানির
শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮



---বরিশালের একটি প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেয়েছে ‘লিডার’ ছবি। এতে অভিনয় করেছেন নায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানি। কিন্তু ছবিটি মুক্তি নিয়ে পরিচালক দিলশাদুল হক শিমুলের বিরুদ্ধে অভিযোগ করেন ওমর সানি। তিনি জানান, তারা দুজন ছবিটি বয়কট করেছেন।

গতকাল ফেসবুক লাইভে এসে দর্শকদের উদ্দেশ্যে ওমর সানি বলেন, ‘লিডার’ ছবি মুক্তি পেয়েছে। এটি আসলে প্রতারণা করা হয়েছে। আপনারা বলেন, বাংলা ছবির মান ভালো না, সাউন্ড ভালো না, কালার ভালো না, গানের স্টাইল ভালো না। আপনাদের সঙ্গে আমি একমত।’

তিনি আরো বলেন, ‘দেখুন, এই ছবিতে যখন আমি আর মৌসুমী অভিনয় করতে রাজি হই তখন গল্পটি ভালো লেগেছিল। একজন পরিচালক একটি ছবিকে কী কারণে ডেস্ট্রয় (নষ্ট) করতে পারেন, তার বাস্তব প্রমাণ আমার লাইফে এই প্রথম আমি পেলাম।’

ওমর সানি বলেন, ‘এই ছবিতে আমি আর মৌসুমী কোনো ডাবিং করিনি। এই ছবির ৬০ ভাগ শুটিং বাকি। এই প্রতারণা পরিচালক শিমুল কেন করল, আমি ঠিক জানি না। দর্শকদের সঙ্গে করেছে, আমাদের সঙ্গে করেছে, একটি গল্পের সঙ্গে প্রতারণা করেছে। এটা তার করার কোনো দরকার ছিল না। ছবিটা শেষ করতে পারতো। শুটিং শেষ করতে পারতো।’

এক বছর আগে পরিচালক সমিতিতে এ বিষয়ে অভিযোগ করেছিলেন বলে জানান ওমর সানি। তিনি বলেন, ‘পরিচালক ছবিটা শেষ করতে পারতেন। শুটিংয়ে অনেক নয়েজ থাকে, ডাবিংয়ে সেটা আমরা ঠিক করি। কিন্তু সেই সুযোগটুকু আমরা পেলাম না।’

দর্শকদের কাছে অভিযোগ জানিয়ে ওমর সানি বলেন, ‘আমি একজন সচেতন মানুষ, চলচ্চিত্রকর্মী, তাই আপনাদের জানাতে বাধ্য হলাম। কারণ পরে আপনারাই বলবেন ছবি ভালো হয়নি। আমি ও মৌসুমী ছবিটি বর্জন করছি।’

ছবির পুরো শুটিং শেষ না করেই মুক্তি দিয়েছেন ওমর সানির এমন অভিযোগে পরিচালক দিলশাদুল হক শিমুল ইত্তেফাককে বলেন, ‘পুরো শুটিং বলতে কী বোঝাতে চান উনি? আমার ছবি, পরিচালক হিসেবে আমি জানি, কী দরকার আর কী দরকার নেই। যেখানে যতটুকু দরকার ছিল ঠিক ততটুকুই কাজ করেছি। আর উনি তো (ওমর সানি) ছবির মূল চরিত্রে নেই। যে ছবি সেন্সরে ছাড় পেয়ে আসলো সেটা নিয়ে এখন এত কথা কেন? আমি আসলে বুঝতে পারছি না, কেন তিনি এমনটা করছেন।’

পরিচালক আরো বলেন, ‘হলিউড ও বলিউডে কিছু ছবিতে লাইভ সাউন্ড রেকর্ডিং হয়। আমরা চেয়েছি ছবিতে সেই ন্যাচারাল সাউন্ড রাখতে। যখন ছবিটি শুটিংয়ের পরিকল্পনা করি, তখন ন্যাচারাল সাউন্ড রেকর্ডিংয়ের সিদ্ধান্ত নিই। শিল্পীরাও সেটা জানেন। আমি বলব ওমর সানির বক্তব্য অমূলক।’

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘লিডার’ ছবিতে ফেরদৌস, মৌসুমী, ওমর সানি ছাড়া আরও অভিনয় করেছেন নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু ও সোহেল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২২   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ