সিবিআইকে রাজ্যে তদন্ত করতে দেবেন না -মমতা

প্রথম পাতা » আইন আদালত » সিবিআইকে রাজ্যে তদন্ত করতে দেবেন না -মমতা
শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮



---

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পথেই হাটলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তদন্তের স্বার্থে যখন তখন রাজ্যে প্রবেশ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তার জন্য আগে থেকে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে তদন্তকারী দলকে৷
প্রতীকী ছবি

অনুমতি মিললে তবেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই৷ চন্দ্রবাবু নাইডুর মতই অতীতে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন সিবিআই,ইডি ও ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে বিজেপি সরকার রাজ্যে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চাইছে৷

নবান্নে সূত্রে খবর, সিবিআইকে রাজ্যে তদন্তের অনুমতি দেবে না পশ্চিমবঙ্গ সরকার৷ এই বিষয়ে ১৯৮৯ সালের একটি নিয়মকে বাতিল করল রাজ্য সরকার৷ কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যে তদন্ত করতে চাইলে তা এবার থেকে রাজ্য সরকারের অনুমতিক্রমেই করতে হবে৷

যদি আদালতে কোনও মামলা চলে বা তার নিরিখে আদালতের নির্দেশে কোনও তদন্ত করতে হয় সেক্ষেত্রে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্য সরকারের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই৷

কোনও রাজ্য সরকার এই সম্মতি প্রত্যাহার করে নিতে পারে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন৷ যদিও সিবিআইয়ের এক অফিসার জানিয়েছে, সরকার চাইলে সেটা করতে পারে৷ দিল্লি স্পেশাল পুলিশ এসটাবনিশমেন্ট অ্যাক্ট ১৯৪৬ এর ৫ নম্বর ধারায় বলা হয়েছে তদন্তের স্বার্থে সিবিআই দেশের যেকোনও প্রান্তে যেতেই পারে৷ আবার ৬ নম্বর ধারায় বলা হয়েছে, এক্ষেত্রে রাজ্য সরকারের আপত্তি থাকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু সেই রাজ্যের ত্রিসীমানার মধ্যেও ঢুকতে পারবে না৷

অন্যদিকে সিবিআই সূত্রে খবর, এখনও অবধি তাদের কাছে রাজ্য সরকারের নির্দেশিকা এসে পৌঁছয়নি৷ তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আইনি পথে যাওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সূত্রের খবর, নোটিশ হাতে পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে৷

বাংলাদেশ সময়: ২৩:৫১:১১   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ