ভোটের ফান্ড জোগাতে অ্যাপেই ভরসা মমতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভোটের ফান্ড জোগাতে অ্যাপেই ভরসা মমতার
শনিবার, ১৭ নভেম্বর ২০১৮



---শিয়রে লোকসভা নির্বাচন৷ আর নির্বাচনের প্রচারের জন্য প্রয়োজন অনেক টাকার৷ সেই টাকা জোগাতেই দলের নেতাদের এবার অভিনব পদ্ধতি বাতলে দিলেন নেত্রী৷ দলের শাখা সংগঠন যুব তৃণমূলকে এবার অনলাইন অ্যাপ তৈরির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

মমতা বলেছেন, ‘‘নির্বাচন আসছে৷ নির্বাচনটা তো আর চুরি করে করব না৷ আমি অনলাইন একটি অ্যাপ তৈরি করতে বলেছি৷ ১০, ৫০, ১০০, ৫০০, ১০০০টাকা যেমন খুশি এই অ্যাপের মাধ্যমে পার্টি ফান্ডে দিতে পারবে৷’’ ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে সেই অ্যাপ উদ্বোধন করার জন্য বলেন নেত্রী৷

নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে টাকার কথা বলতে গিয়ে এদিন মমতার বক্তব্য, ‘‘টাকা নিয়ে রাজনীতি বা কম্প্রোমাইজ কোনোটাই আমরা করি না৷ সরকারের কাটমানি খেয়ে পার্টিও চালাই না৷ আমার সেটার প্রয়োজন পড়ে না৷’’

এই কথার পরেই বিজেপিকে কটাক্ষের সুরে মমতার বলেন, ‘‘বিজেপির মত হাজার হাজার কোটি টাকা আমাদের নেই৷ ওদের লোক নেই কিন্তু টাকা আছে৷ সেই টাকা দিয়ে নানারকম কুকীর্তি করে বেড়ায়৷ শুধু বাংলাতেই নয় সারা ভারতবর্ষ জুড়েই করছে৷’’ বিজেপিকে উদ্দেশ্য করে মমতা এদিন আরও বলেন, ‘‘বিজেপি যা করে তার থেকে বেশি প্রচার করে৷ প্রচার করতে করতে ওরা একদিন তলানিতে পৌঁছে যাবে৷’’

নির্বাচন সামাল দিতে প্রয়োজন টাকার৷ আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছবি আঁকেন, গান লেখেন৷ সেই থেকে যা রোজগার হয় তা দিয়েই দল চালান বলে দাবি করেন তিনি৷ এ নিয়ে মমতার অভিযোগ, ‘‘আমি নিজে ছবি এঁকে তা বিক্রি করে টাকা দিলেও নাকি আমি চোর৷ গান লিখে তার থেকে টাকা পেয়ে দলকে দিলেও নাকি আমি চোর৷’’ এ প্রসঙ্গে বলতে গিয়েও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা৷ তাঁর দাবি, ‘‘ঠিক করেছেন চন্দ্রবাবু নাইডু৷ নিজের রাজ্যে সিবিআই ঢুকতে দেয়নি৷’’ তিনি আরও বলেন, ‘‘আমিও ক্রস চেক করেছি৷ নিয়ম তো রয়েছে, আমিও আইনটা দেখে নেব৷’’

বিজেপির বিরুদ্ধে বলতে গিয়ে এদিন মমতা বলেন, ‘‘বিজেপি পার্টি অফিসে বসে ইন্সট্রাকশন দেয়৷ সিবিআই থেকে আরবিআই সবটাই নিজেদের পকেটে রেখেছে বিজেপি৷ পুরো ডিজাস্টার করে ছেড়েছে৷’’ বিজেপির এখন তিন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে৷ তাও এদিন পরিষ্কার করেন মমতা৷ তাঁর দাবি, ‘‘মন্দির, এনআরসি, কমিউনাল প্রোপাগন্ডা এই তিন লক্ষ্য৷ আমি বলি ওই স্ট্যাচু গড়ার মত পার্টিটা এদিন স্ট্যাচু হয়ে যাবে৷’’

বাংলাদেশ সময়: ০:০০:৫৬   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ