সরকারের অনুমতি ছাড়া রাজ্যে ঢুকবে না সিবিআই

প্রথম পাতা » আন্তর্জাতিক » সরকারের অনুমতি ছাড়া রাজ্যে ঢুকবে না সিবিআই
শনিবার, ১৭ নভেম্বর ২০১৮



---‘তোতাপাখি’র ডানা ছাটলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ তদন্তের স্বার্থে যখন তখন রাজ্যে প্রবেশ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তার জন্য আগে থেকে রাজ্য সরকারের অনুমিত নিতে হবে তদন্তকারী দলকে৷ অনুমতি মিললে তবেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই৷ চন্দ্রবাবু অতীতে বহুবার অভিযোগ তুলেছেন সিবিআই ও ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে বিজেপি সরকার রাজ্যে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চাইছে৷

অন্যদিকে সিবিআই সূত্রে খবর, এখনও অবধি তাদের কাছে রাজ্য সরকারের নির্দেশিকা এসে পৌঁছয়নি৷ তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আইনি পথে যাওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সূত্রের খবর, নোটিশ হাতে পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে৷ চন্দ্রবাবু সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, চন্দ্রবাবু উচিত কাজ করেছে৷ সিবিআই বিজেপির নির্দেশে ওঠাবসা করে৷

অন্ধ্র সরকারের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এ আর অনুরাধার সই করা বিজ্ঞপ্তিটি প্রকাশ পায় ৮ নভেম্বর৷ সিবিআই যাতে রাজ্যে এসে স্বাধীনভাবে তদন্ত চালিয়ে যেতে পারে তার জন্য ‘জেনারেল কনসেন্ট’ বা সম্মতি দিয়েছিল অন্ধ্রপ্রদেশ৷ ‘জেনারেল কনসেন্ট’ সিবিআইকে দেওয়া রাজ্য সরকারের বিশেষ ক্ষমতা৷ সেই ক্ষমতাবলে সিবিআই রাজ্যে যখন তখন এসে তদন্তের কাজ করতে পারে৷ কিন্তু বিজ্ঞপ্তি জারি করে সেই অধিকার রাজ্য সরকার সিবিআইয়ের কাছ থেকে এবার কেড়ে নিচ্ছে৷

কোনও রাজ্য সরকার এই সম্মতি প্রত্যাহার করে নিতে পারে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন৷ যদিও সিবিআইয়ের এক অফিসার জানিয়েছে, সরকার চাইলে সেটা করতে পারে৷ দিল্লি স্পেশাল পুলিশ এসটাবনিশমেন্ট অ্যাক্ট ১৯৪৬ এর ৫ নম্বর ধারায় বলা হয়েছে তদন্তের স্বার্থে সিবিআই দেশের যেকোনও প্রান্তে যেতেই পারে৷ আবার ৬ নম্বর ধারায় বলা হয়েছে, এক্ষেত্রে রাজ্য সরকারের আপত্তি থাকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু সেই রাজ্যের ত্রিসীমানার মধ্যেও ঢুকতে পারবে না৷

জানা গিয়েছে, সিবিআইয়ের প্রতি অনাস্থা প্রকাশ করেই চন্দ্রবাবু নাইডুর সরকারের এই সিদ্ধান্ত৷ এই সিদ্ধান্তের কারণ হিসাবে সিবিআইয়ের গৃহযুদ্ধকে দায়ী করা হয়েছে৷ বলা হয়েছে, সিবিআইয়ের এক ও দুই নম্বর ব্যক্তি যেভাবে একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন তারপর এই সংস্থার প্রতি আস্থা রাখা যায় না৷ তাই ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহারের সিদ্ধান্ত৷ তবে যতই রাজ্য সরকার এই সিদ্ধান্তের পিছনে সিবিআইয়ের প্রতি অনাস্থাকে ঢাল করেছে, কিন্তু তেলেগু দেশম পার্টির সুপ্রিমোর এই নির্দেশে পিছনে কাজ করছে রাজনৈতিক কারণ৷

বাংলাদেশ সময়: ০:০৭:৩৭   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ