নতুন মেয়র কে বিধানসভায় সংশোধনী বিল পেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » নতুন মেয়র কে বিধানসভায় সংশোধনী বিল পেশ
বুধবার, ২১ নভেম্বর ২০১৮



---মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে বাদ গেল শোভন চট্টোপাধ্যায়ের নাম৷ মঙ্গলবারই শোভনবাবু আবাসন ও দমকল দফতরের দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন৷ আর এরপরই স্বয়ং দলনেত্রী নির্দেশ দিয়েছেন, মেয়রের পদ থেকে তাঁকে সরে যেতে হবে৷ সেইমতই ধর্মতলার লালবাড়িতে উত্তেজনা তুঙ্গে৷ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুসারে ছুটির দিন হলেও পুরভবনে খোলা রয়েছে চেয়ারপার্সন ও কমিশনারের দফতর৷ সকাল সকাল পুরভবনে চলে আসেন পুর কমিশনার খলিল আহমেদ। এসেছেন চেয়ারপার্সন মালা রায়ও। নিয়ম মতো চেয়ারপার্সনের হাতেই ইস্তফাপত্র দেবেন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷

শোভনবাবু মেয়রের পদ ছাড়লে বর্তমানে তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন পুর কমিশনার খলিল আহমেদ তা আগেই জানিয়ে দিয়েছে দল৷ কিন্তু তৈরি হয়েছে একাধিক আইনি জটিলতা৷ কারণ মেয়রের পদত্যাগের সঙ্গে সঙ্গে ভেঙে যাবে মেয়র পারিষদ। তখনও কোনও মেয়র পারিষদই আর ফাইলে সই করতে পারবেন না। নতুন মেয়র শপথ না নেওয়া পর্যন্ত পুরসভায় এই জটিলতা জারি থাকবে। যা নিয়ে ইতিমধ্যেই পুরভবন সহ নবান্নে আলোচনা শুরু হয়েছে।

কিন্তু সমস্যা হল বর্তমান আইন অনুযায়ী কাউন্সিলর না হলে মেয়র হওয়া যবে না৷ সূত্রের খবর, বুধবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হবে আইন সংশোধনের জন্য৷ মেয়র পদে বসার ৬ মাসের মধ্যে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা হবে৷ তাছাড়াও নতুন মেয়র কে হবে তা নিয়েও বুধবার বৈঠকে বসবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হবে এই বৈঠক বলেই জানা গিয়েছে৷ থাকবেন সমস্ত কাউন্সিলররা৷ নেতা বাছাই করবেন তাঁরাই৷

ইতিমধ্যেই নতুন মেয়র কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে দুটি নাম৷ একজন বর্তমানে মন্ত্রী তথা প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়৷ অন্যজন কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার৷ তবে উঠে আসছে আরেকটি নামও৷

তৃণমূলের অন্দরের খবর, ফিরহাদ হাকিম দিদির অত্যন্ত আস্থাভাজন৷ দীর্ঘদিন কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন তিনি৷ তাই তিনিও হতে পারেন কলকাতা পুরনিগমের নতুন মেয়র৷ তবে বৃহস্পতিবার বৈঠকের পরই সঠিক ভাবে জানা যাবে কে হচ্ছেন নতুন মেয়র৷

প্রসঙ্গত, দীর্ঘদিন নয় দীর্ঘবছর ধরে পুরসভা নিয়ে কাজকর্ম করেছেন শোভন চট্টোপাধ্যায়৷ তিনি প্রথম ১৯৮৫ সালে কাউন্সিলর হন। সেক্ষেত্রে পুরসভা নিয়ে তাঁর মতো অভিজ্ঞ লোক কমই রয়েছেন। শোভনবাবুর সময়কালে কলকাতা পুরসভার অনেক উন্নতিও হয়েছে। এমনকী পুরসভা নির্বাচনেও সাফল্য এসেছে ঘাসফুলে। তাই শীর্ষ নেতৃত্বের কথা অনুযায়ী কোনও দক্ষ ব্যক্তিকেই মেয়র হিসেবে চাইবেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দক্ষতাও কম নয়৷ তিনিও দীর্ঘদিন কলকাতা পুরসভার মেয়র ছিলেন৷

বাংলাদেশ সময়: ২০:৫৩:৪৮   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ