শোভনের রাজনৈতিক অস্তিত্ব গভীর সংকটে

প্রথম পাতা » আন্তর্জাতিক » শোভনের রাজনৈতিক অস্তিত্ব গভীর সংকটে
বুধবার, ২১ নভেম্বর ২০১৮



---

নিউজটুনারায়ণগঞ্জঃ পদত্যাগ করা সদ্য প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ওপর বেজায় চটেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মন্ত্রিসভা থেকে শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পরই তাঁকে মেয়রের দায়িত্ব থেকেও সরে যেতে বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ কারণ প্রিয় ভাই কাননের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার বিষয়টি নিয়ে শোভনের ওপর ক্ষুব্ধ দিদি৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগেও চার-পাঁচবার ইস্তফা দিতে চেয়েছিল, যে যেতে চায় তাকে আটকে রাখা যায় না৷’ প্রশ্ন উঠছে মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়ার পর কি তবে দল থেকেও তাঁকে বহিষ্কার করা হবে?

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, ‘‘ঘটনার সূত্রপাত অনেকদিন আগেই৷ দিদি অনেক সময় দিয়েছেন শোভনকে শুধরে নেওয়ার জন্য৷ কিন্তু দিদিরও ধৈর্যের বাঁধ ভেঙেছে৷ অনেকদিন ধরেই দলের অন্দরে কথা বার্তা চলছিল শোভনকে নিয়ে৷ ব্যক্তিগত সমস্যায় জর্জরিত শোভন দলের দায়িত্ব ঠিকমতো পালন করছিলেন না৷ তাই তাঁকে একে একে দলের সমস্ত দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হচ্ছিল৷ শোভনের ওপর দিদি এতটাই বিরক্ত যে দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে একবারও তার নাম মুখে পর্যন্ত আনেননি৷’’ তিনি আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেসকে মন থেকে ভালোবেসে কেউ সঙ্গে থাকতেই পারে৷ তবে বহিষ্কার করা না হলেও তিনি যে ইতিমধ্যেই দিদির চক্ষুশূল হয়ে উঠেছেন তা গতকাল মেয়র পদ থেকে সরে যেতে বলার পরই স্পষ্ট হয়েছে৷’

একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী শোভন চট্টোপাধ্যায়কে এবছর কালীপুজোতে দিদির বাড়িতেও দেখা যায়নি৷ কালীঘাটে ওইদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা হাজির হলেও দেখা যায়নি শোভনকে৷ এমনকি ভাইফোঁটাতেও দিদির বাড়িতে ফোঁটা নিতে যাননি শোভন৷ জল্পনা চলছিল তখন থেকেই৷ দলের কোনও শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর তেমন ভাবে এখন আর যোগাযোগ নেই৷ অনেকেই মজা করেন বলেন, ‘এখন আর শোভনের সময় কই আমাদের সঙ্গে কথা বলার৷ ওর এখন অনেক বন্ধু’

তবে এখন কি করবেন শোভনবাবু? রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় চর্চার বিষয়৷ তিনি কি বিজেপিতে যোগদান করছেন৷ কারণ বিজেপি নেতা মুকুল রায় আগেই দাবি করেছিলেন, লোকসভা ভোটের আগে অনেকগুলি উইকেট পড়বে তৃণমূলে৷ এমনও জল্পনা,মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে সেই পথেই এগোচ্ছেন শোভন চট্টোপাধ্যায়৷ তবে শোভনবাবুর ইস্তফা দেওয়ার পরই বিজেপির দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘‘আমাদের দরজা খোলা আছে৷ তবে আমরা একটা জাল লাগিয়ে রাখব যাতে যে কেউ ঢুকে না পড়তে পারে৷’’ যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ‘শোভনের ইস্তফার পেছনে অন্য গল্প রয়েছে৷ বিজেপিতে নাম লেখানোর জন্য তিনি এতবড় সিদ্ধান্ত নেননি৷’

এদিকে শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে সিপিএম বিধায়ক তথা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বৈশাখী নয়, এর পিছনে অন্য কারণ আছে৷ তিনি বলেন,‘‘যদু বংশ ধ্বংস হওয়ার পথে৷ রাম রাখবেন নাকি শ্যামকে রাখবেন৷ এরা তোলাবাজ, তোলাবাজদের মধ্যে লড়াই৷ সে লড়াইয়ে কেউ এগোচ্ছে, কেউ পিছোচ্ছে৷ আজ শোভন গেছেন এরপর কে যাবেন তার তালিকা যেন উনি (পডুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) তৈরি করে রাখেন৷

শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে৷ শোভন জায়া রত্না বারবারই তাঁর নতুন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন৷ তার জন্যই নাকি শোভনের এই পরিণতি এমনটাই বিশ্বাস রত্নার৷ তবে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর শোভন চট্টোপাধ্যায় কিমবা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি৷ এখন সময়ই বলবে জল কোনদিকে গড়াবে৷

বাংলাদেশ সময়: ২১:৩৪:৫৭   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ