পরবর্তী মেয়রের জন্য নিজের ওয়ার্ড ছাড়তে রাজি শোভন

প্রথম পাতা » আন্তর্জাতিক » পরবর্তী মেয়রের জন্য নিজের ওয়ার্ড ছাড়তে রাজি শোভন
বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮



---মন্ত্রিত্ব ছেড়েছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছেড়েছেন মেয়র পদও৷ এবার তিনি কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দিতে প্রস্তুত৷ বৃহস্পতিবার বিকেলে সেকথা সাফ জানিয়েদিলেন শোভন চট্টোপাধ্যায়৷

কেন তিনি এমন ইচ্ছাপ্রকাশ করলেন, সেকথাও এদিন ব্যাখ্যা করেছেন কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন মেয়র৷ তিনি কলকাতার পরবর্তী মেয়রের জন্য নিজের কাউন্সিলর পদ ছাড়তে চান বলে জানিয়েছেন৷

এতদিন কাউন্সিলর ছাড়া আর কেউ কলকাতার মেয়র পদে বসতে পারতেন না৷ সেই নিয়ম বদলাতে বিধানসভায় বৃহস্পতিবার পাস হয়ে গেল সংশোধনী বিল৷ এই আইনে যে কেউ কলকাতার মেয়র হতে পারবেন৷ তবে মেয়র হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ছ’মাসের মধ্যে জিতে কাউন্সিলর হতে হবে৷

নতুন নিয়মের বলে কলকাতা পুরসভার মেয়র হতে চলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ খুব শীঘ্রই সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা করা হবে৷ মেয়র হওয়ার তাঁকে ভোটে লড়তে হবে৷ তাঁকে জায়গা করে দেওয়ার জন্য পদত্যাগ করতে হবে কোনও একজন কাউন্সিলরকে৷

শোভন চট্টোপাধ্যায় চান না যে কোনও কাউন্সিলর আত্মত্যাগ করুক৷ বরং তিনি নিজেই পরবর্তী মেয়রের জন্য জায়গা ছেড়ে দিতে চান৷ পদত্যাগ করতে চান কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডে থেকেই৷ সেই ওয়ার্ডে উপনির্বাচনের মাধ্যমে পরবর্তী মেয়র কাউন্সিলর হন, সেটাই চাইছেন শোভন৷

যদিও রাজনৈতিক মহল, বিষয়টিকে চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে৷ কারণ, ফিরহাদ হাকিমের সঙ্গে যে শোভনের সম্পর্ক অম্ল-মধুর, তা সকলেরই জানা৷ ফলে নিজের ওয়ার্ডে ববিকে ডেকে কার্যত দেখে নেওয়ার চ্যালেঞ্জ দিলেন শোভন৷

কারণ, শোভন চট্টোপাধ্যায় একজন হেভিওয়েট নেতা৷ কাউন্সিলর হিসেবে তাঁর ওয়ার্ড তাঁর হাতের তালুর মধ্যেই থাকবে, সেটাই স্বাভাবিক৷ সেখানে তাঁর অনুগামীও অনেক৷ ফলে নতুন কাউকে ভোটাররা নাও মেনে নিতে পারেন৷ সেক্ষেত্রে মুখ পুড়তে পারে দলের৷ আর সেই চ্যালেঞ্জই শোভন ছুঁড়লেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷

বাংলাদেশ সময়: ২৩:২০:৪০   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ