বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ: তদন্ত চান সিইসি

প্রথম পাতা » খুলনা » বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ: তদন্ত চান সিইসি
শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮



---বুড়িগঙ্গায় যশোরের বেনাপোল বিএনপির মনোনয়নপ্রত্যাশীর মরদেহ পাওয়ার ঘটনাটি তদন্ত করে দোষীদের চিহ্নিতের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

শুক্রবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নির্দেশের কথা জানান সিইসি।
মঙ্গলবার বিকালে বিএনপির যশোর শাখার সহসভাপতি আবু বকর আবুর মরদেহ পাওয়া যায় বুড়িগঙ্গায়। যশোরের একটি আসন থেকে প্রার্থী হওয়ার বাসনায় তিনি সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছিলেন।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করছেন, সরকারি এজেন্সির সহায়তায় তার দলের নেতাকে হত্যা করা হয়েছে।
আবুর বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। আর নির্বাচন কমিশনে বিএনপির পক্ষ থেকে জমা দেয়া তালিকায় তার নামও ছিল।
আবুর মৃত্যুর বিষয়ে নির্বাচন কমিশন কী করবে- এমন প্রশ্নে সিইসি বলেন, ‘আইনগতভাবে তদন্ত করে দোষিদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে এটাই নির্দেশ থাকবে পুলিশের প্রতি।’

মামলা করলেও ইভিএম ব্যবহার

আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করলে মামলার হুমকি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে সিইসি বলেন, তারা সিদ্ধান্ত থেকে সরে আসবেন না।

‘এ ব্যপারে যারা মামলা করবে এটা তাদের ব্যাপার। আমার কিছু বলার নেই। আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সীমিত আকারে ব্যবহার করব।’
গতকাল সংসদ নির্বাচন উপলক্ষে ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সিইসি। বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে আইনগত কোন বাধা নেই। আমরা এটা সিমীত আকারে ব্যবহার করব। এটা থেকে পিছিয়ে যাব না।’

ইভিএম নিয়ে ঐক্যফ্রন্টে ভুল ভাঙাতে ইসি কোনো উদ্যোগ নেবে কি না, এমন প্রশ্নে সরাসরি ‘নাহ’ বলে দেন সিইসি।

‘বিভিন্ন দল ইভিএমের বিরোধিতা করেন। আমি অনুরোধ করব তাদের প্রতিনিধি আমাদের কাছে পাঠান। তারা এটি এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তাদের লোক দিয়ে ইভিএমের টেকনিক্যাল বিষয় পরীক্ষা করুক। তাহলে তাদের সংশয় কেটে যাবে।’
এক প্রশ্নে নুরুল হুদা জানান, মোট কতগুলো আসনে ইভিএম ব্যবহার হবে সেটা শনিবারের সভায় ঠিক হবে।

এর আগে প্রশিক্ষকদের সিইসি বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোট দেয়ার জটিলতা নিরসনের একটা উপায় আমাদের বের করতেই হবে। সে কারণেই ইভিএম চালু করতে চাই।’

যেখানে ইভিএম ব্যবহার হবে, সেখানে ৫-৬ দিন আগেই ভোটারদেরকে এই যন্ত্র ব্যবহারের বিষয় দেখাতেও পরামর্শ দেন সিইসি।
পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার সময় সতর্ক থাকার নির্দেশ দিয়ে সিইসি বলেন, ‘কারণ তারা রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা থাকেন মাঠে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সময় তীর্যক কথা বলতে পার, কিন্তু নেয়া যাবে না। তারা প্রশ্ন করবে, জানতে চাইবে সেটি তাদের বুঝাবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্বব করেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক।

বাংলাদেশ সময়: ২২:১২:০৫   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা
মাগুরায় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
সাতক্ষীরায় সীমান্তে ১৪৮টি আংটিসহ একজন আটক
খুলনায় হত‌্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
খুলনা-মংলা ব্রডগেজ লাইনের ৭৫ ভাগ কাজ সম্পন্ন
যশোর মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলে সাংসদের স্ত্রীর বিরুদ্ধে মামলা
ভারতে পাচারকালে ২২ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ১
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাত করায় কর কর্মকর্তা চাকরিচ্যুত
সরকারি সম্পত্তি সুষ্ঠু নজরদারিতে ভূমি ডাটা ব্যাংক ব্যবহার করা হবে- ভূমিমন্ত্রী

আর্কাইভ