ছয় আসনে ভোট পুরোপুরি ইভিএমে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছয় আসনে ভোট পুরোপুরি ইভিএমে
শনিবার, ২৪ নভেম্বর ২০১৮



---একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওই আসনে কাগজের কোনো ব্যালট ব্যবহার হবে না।

শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান। তিনি জানান, এই আসনগুলো সিটি করপোরেশন এলাকায়। আসনগুলো এখনও বাছাই হয়নি। দৈবচয়ন ভিত্তিতে ২৮ নভেম্বর চূড়ান্ত হবে এগুলো।

এবার জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা প্রতিক্রিয়া আছে। আওয়ামী লীগ চায় ভোট গ্রহণ হোক ইভিএম ব্যবহার করে। তবে আপত্তি আছে বিএনপি এবং তার শরিকদের। এর মধ্যেই নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা জানিয়ে আসছিল। আর বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট দিয়েছে মামলার হুমকি। তবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, মামলা করলেও তারা এই যন্ত্রের ব্যবহার করবেন।

এতদিন দৈবচয়ন ভিত্তিতে বিভিন্ন আসনে কিছু কেন্দ্রে যন্ত্রটি ব্যবহারের কথা বলা হচ্ছিল। তবে এবার কমিশন একই আসনের সবগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল।

কমিশন না জানালেও এই আসনগুলো ঢাকা মহানগরী, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ময়মনসিংহ জেলার মধ্যেই হতে হবে। কারণ এই ১১টি শহরেই আছে ১২টি সিটি করপোরেশন।

ইসি সচিব জানানন, আজ ৪০ তম কমিশন সভা হয়েছে। সেখানে ইভিএম ব্যবহারের ব্যপারে সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১১:৩২   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ